ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মুক্তি পাচ্ছে নিপুণের দু`টি সিনেমা

প্রকাশিত: ০২:৪৬ এএম, ০৬ মার্চ ২০১৫

জনপ্রিয় অভিনেত্রী নিপুণ চলতি মাসে তার অভিনীত দুটি ছবি নিয়ে দর্শকদের মাঝে আসছেন। এরমধ্যে বাপ্পারাজ পরিচালিত কার্তুজ ছবিটি আজ সাড়া দেশে মুক্তি পেয়েছে। এদিকে তার অভিনীত এবং শাহ আলম কিরণের ৭১-এর মা জননী ছবিটি আসছে ২০শে মার্চ মুক্তি পাবে।

কার্তুজ ছবিতে নিপুণের নায়ক সোহান খান। অপরদিকে সরকারি অনুদানে নির্মিত ৭১-এর মা জননী ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন নিপুণ। এই ছবিতে নিপুণের বিপরীতে রয়েছেন আগুন। এ প্রসঙ্গে নিপুণ বলেন, দুটি দুই ঘরানোর ছবি। দর্শকদের সুন্দর দুটি ছবি উপহার দেয়ার চেষ্টা করেছি। আশা করছি দুটি ছবি প্রশংসিত হবে।

এআরএস/এমএস