সাইমন-মাহির শুটিং দেখতে উপচে পড়া ভিড়
সুপারহিট ছবি ‘পোড়ামন’র জুটি সাইমন-মাহি বর্তমানে তাদের নতুন ছবি ‘গোলাপতলির কাজল’র শুটিং করছেন সুনামগঞ্জ জেলার টেকেরঠেক অঞ্চলে। মেঘালয়ের কোলঘেঁষা এই এলাকায় ছবিটির প্রথমদিনের শুটিং শুরু হয়েছে আজ রোববার (১১ ডিসেম্বর) থেকে।
কিন্তু শুটিং করতে গিয়ে এক মধুর যন্ত্রণার মুখোমুখি সাইমন-মাহিসহ ছবির ইউনিট! চারদিকে গিজ গিজ করছে মানুষ। যাকে বলে জটলা! দূর-দূরান্ত থেকে প্রিয় নায়ক-নায়িকাদের দেখতে শুটিং স্পটে ছুটে এসেছেন স্থানীয় লোকজন। স্পটে এখন উপচে পড়া ভিড়। তাই বাধ্য হয়ে ক্যামেরা বন্ধ রেখেছেন পরিচালক শামীমুল ইসলাম শামীম। লোকজন ঠেকাতে হিমশিম খাচ্ছে ছবির ইউনিট। শুটিং স্পটে মোতায়েন করা হচ্ছে পুলিশ। জাগো নিউজকে জানালেন চিত্রনায়ক সাইমন সাদিক।
শুটিং স্পট থেকে সাইমন আরো বলেন, ‘এত মানুষ শুটিং দেখতে এসেছে যে বাধ্য হয়ে শুটিং বন্ধ রাখতে হয়েছে। মেঘালয়ে অন্যান্য সময়েও শীত থাকে। আর শীতকালে তো শীতের পরিমাণ অনেক বেশি। কনকনে ঠান্ডার মাঝেও বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে এসেছে শুটিং দেখতে। কেউ কেউ কাছে এসে সেলফির আবদার করছেন। সবাই বিরক্ত হলেও কিছু বলা যাচ্ছে না। আসলে এসব চলচ্চিত্রপাগল মানুষদের জন্যই তো আমাদের কাজ করা। তবে সবকিছু শৃঙ্খলায় রাখতে পুলিশ মোতায়েন হচ্ছে। আশা করা যাচ্ছে বিকেলের মধ্যেই শুটিং শুরু হবে।’
সাইমন জানান, ‘আজ থেকে ছবির শুটিং শুরু করেছি। চলবে আরো দশ দিন। তারপর ঢাকা ফিরবো। আমার সঙ্গে রয়েছে মাহি ও আরো অনেকেই।’
‘গোলাপতলির কাজল’ ছবির গল্পে দেখা যাবে- সাইমনের বাবা-মা এলাকার প্রভাবশালী ব্যক্তি। এক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান, মাথায় আঘাত লেগে মানসিক রোগীতে পরিণত হন সাইমন। মাহির বাবা-মা থাকেন সাইমনদের কেয়ারটেকার। তারাই সাইমনকে দেখাশোনা করেন। পরবর্তীতে আসিফ নূর ডাক্তার হয়ে আসার পর সাইমনকে ভালো করার মিশনে নামেন।
আগামী জানুয়ারির ১০ তারিখ থেকে সাইমন-মাহি জুটি শুরু করবেন তাদের আরো একটি নতুন ছবি ‘পাপী’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিটির শুটিং হবে মানিকগঞ্জে।
এনই/এলএ