ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পর্দা উঠছে দুই বাংলার নাট্য মেলার

প্রকাশিত: ০৬:১১ এএম, ০৫ মার্চ ২০১৫

নাটকের দল প্রাঙ্গণে মোর আয়োজিত ‘দুই বাংলার নাট্যোৎসব’ শুরু হচ্ছে আগামী ০৬ মার্চ, শুক্রবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মঞ্চে। “দুই বাংলার নাট্যমেলা রবীন্দ্রনাট্য ও অন্যান্য” শিরোনামের নাট্যোৎসবের সমাপনী হবে ১২ মার্চ। বিকেল ৫.৩০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী  ও নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

এই উৎসবে বাংলাদেশের প্রাঙ্গনে মোর ছাড়াও থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায়, নাট্যতীর্থ, সুবচন নাট্য সংসদ, সময় নাট্যদল ও শব্দ নাট্য চর্চা কেন্দ্র অংশ নেবে। এছাড়া ভারতের কল্যাণী নাট্যচর্চা, পূর্ব-পশ্চিম, নয়ে নাটুয়া এই তিনটি দল তাদের নাটক মঞ্চস্থ করবে।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরিক্ষণ থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকগুলো মঞ্চস্থ হবে।

এআরএস/আরআইপি