ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ড. শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে অপরাজিতা

প্রকাশিত: ১০:২৮ এএম, ০৪ মার্চ ২০১৫

হলিক্রসের ছোট্ট মেয়েটি যখন এসএসসিতে মেধা তালিকায় প্রথম হয়ে সবাইকে তাক লাগিয়ে দিলো, তখন কেউ কি বুঝতে পেরেছিল স্বপ্ন তাকে কোথায় নিয়ে যাবে?

সেই ছোট্ট শিশুটি ছোটবেলা থেকে একে একে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জয় করে ভিনদেশীদেরকেও মুগ্ধ করেছেন তাঁর মেধা আর কর্মশক্তির মাধ্যমে। তিনি বিশ্ব জয় করা আমাদের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তাকে নিয়ে নির্মাণ করা হয়েছে এটিএন বাংলা’র নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘অপরাজিতা’। রুকসানা কবীর কাকলী’র পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। অনুষ্ঠানটি প্রচার হবে ৮ মার্চ রাত ৯টা ১৫ মিনিটে।

অনুষ্ঠানে শিরীন শারমিন উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় বলেছেন তাঁর ছোটবেলা, বেড়ে ওঠা, শিক্ষা জীবন, পরিবারিক জীবন, রাজনৈতিক মতাদর্শ এবং ভবিষ্যত ভাবনার কথা। সাফল্যের শীর্ষে আরহণকারী এই আলোকিত নারীর আলাপচারিতায় অনুপ্রাণিত হবেন এই প্রজন্মের নারীরা, নতুন উদ্যমে হাঁটবের স্বপ্ন পুরণের পথে সে প্রত্যাশা নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন-জানালেন পরিচালক মুকাদ্দেম বাবু ।

এলএ/আরআই