ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

লাভলুর খড়কুটোতে মিষ্টি

প্রকাশিত: ১০:২০ এএম, ০৪ মার্চ ২০১৫

দীর্ঘদিন পর ধারাবাহিক নির্মাণে হাত দিয়েছেন জনপ্রিয় নাট্য নির্মাতা সালাউদ্দীন লাভলু। ‘খড়কুটো’ নামের এই ধারবাহিকটিতে অভিনয় করেছেন প্রজন্মের মেধাবী মডেল ও অভিনেত্রী মিষ্টি মারিয়া। এখানে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো লাভলুর সাথে কাজ করলেন এই তরুণ তুর্কী। এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘লাভলু ভাইয়ের নাটকে কাজ করাটা আমার কাছে স্বপ্নের মতো। নতুন হিসেবে তার নাটকে আমাকে সুযোগ করে দিয়েছেন এটা আমার জন্য বড় পাওয়া। তার সাথে কাজের অভিজ্ঞতায় অনেক কিছুই শিখেছি আমি। লাভলু ভাই তোষামোদ নয়, কাজের মূল্যায়ন করেন।’

খড়কুটোতে নিজের চরিত্র নিয়ে মিষ্টি বলেন, ‘নারীদের জীবন কাহিনী নিয়ে নাটকের গল্প। নাটকে আমার চরিত্রের নাম আনজু। আমার সঙ্গে এ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আখম হাসান, নিলয়, শশী ও আরফান সহ অনেকে। আশাকরি দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।’

মিষ্টির প্রসঙ্গে লাভলু বলেন, ‘ও কাজ পাগল মেয়ে। প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা আছে তার। অভিনয়ে সে আমার প্রত্যাশা পূরণ করেছে। আগামীতে ও আরো ভালো করবে বলেই আমার বিশ্বাস।’

বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে লুৎফর নাহার মৌসুমীর পরিচালনায় মারিয়া অভিনীত নাটক জয়িতা। আরটিভিতে চলছে সুমন আনোয়ারের ‘বিজলী’। বর্তমানে অভিনয় করছেন ‘নীড় খুঁজে গানচিল’  নামের একটি নতুন ধারাবাহিকে। এটি পরিচালান করছেন মোহন খান।

শুধু নাটকে নয়, তরুণ এ অভিনেত্রী ব্যস্ত বিজ্ঞাপনের কাজ নিয়েও। এরইমধ্যে মিষ্টি অভিনীত বেশ কিছু বিজ্ঞাপন প্রচারে রয়েছে।  সেগুলো হলো- যমুনা এটিএম বুথ, কাজী টিপুর পরিচালনায় আরএফএল চপিং বোর্ড ও আরএফএল ক্লিনার, গ্রীন লাইফ এমি স্লিপার কোচ ইত্যদি। হাতে রয়েছে আরো বেশ কিছু কাজের প্রস্তাব।

মারয়িা জানালেন, দাউদকান্দির শিল্পকলা একাডেমিতে আট বছর নাচের প্রশিক্ষণ নেওয়ার পর মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। মিষ্টি মারিয়া প্রথম কাজ করেন দিপু হাজরা পরিচালিত টেলিফিল্ম ‘ব্যাডলাক’-এ। এটি প্রচারিত হয় একুশে টিভিতে। মিষ্টি বলেন, দিপু হাজরাই তার গুরু ও শিক্ষক। এরপর তিনি কাজ করেন ছয় পর্বের নাটিকা ‘মজার কিচ্ছা মোল্লা নাসির উদ্দিন’-এ। একই সঙ্গে কাজ করেন সঞ্জীব সরকার পরিচালিত ধারাবাহিক নাটক ইতি ‘দুলাভাই’তে। দিপু হাজরা পরিচালিত ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’-এ তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। একের পর এক সাফল্যের হাতছানিতে এগিয়ে চলছেন মিষ্টি মারিয়া। তার এ পথচলায় শুভকামনা।

এলএ/পিআর