ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আবারো একসঙ্গে সজল-ফারহানা

প্রকাশিত: ০২:৫০ এএম, ০৪ মার্চ ২০১৫

সজল ও ফারহানা মিলি সম্প্রতি তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন একটি টেলিফিল্মে। কোরিয়ার একটি ছোটগল্পের ছায়া অবলম্বনে নির্মিত এ টেলিফিল্মের নাম ‘স্বপ্নজাল’। এটি রচনা করেছেন শাহাদাত রাসেল।

পরিচালনা করেছেন যৌথভাবে শাহাদাত রাসএল ও সাবিনা আনমনা। প্রায় চার বছর পর সজল ও মিলি জুটিবদ্ধ হয়ে কোন টেলিফিল্মে কাজ করলেন। এর আগে তারা দু’জন ইশতিয়াক আহমেদ রুমেলের দুটি নাটকে অভিনয় করেছিলেন।

টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, গল্পে বেশ নতুনত্ব আছে। তাই কাজটি করতে খুব ভাল লেগেছে। ফারহানা মিলি বলেন,‘স্বপ্নজাল’ একটু অন্যরকম গল্প। চেষ্টা করেছি আমার সাধ্যমতো ভালভাবে অভিনয় করতে। দর্শকদেরও ভাল লাগবে। পরিচালক শাহাদাত রাসেল জানান, খুব শিগগিরই টেলিফিল্মটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে সজল অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার দ্বিতীয় চলচ্চিত্র তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ মুক্তির। এ চলচ্চিত্রে তার বিপরীতে আছেন মৌসুমী নাগ ও রোমানা স্বর্ণা। এছাড়া তিনি সম্প্রতি শেষ করেছেন রুমান রুনীর ‘মন পুতুলের গল্প’, নুজহাত আলভী আহমেদের ‘বালা’ ও ‘তারপর নদী’ নাটকের কাজ। অপেক্ষায় আছেন ফারহানা মিলিও তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারের। সেগুলো হলো মারুফ মিঠুর ‘তিনি আসবেন’, আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’, মাজহারুল ইসলামের ‘একজন মায়াবতী’, অরণ্য আনোয়ারের ‘দহন’ ও বাশার জর্জিসের ‘উজান গাঙ্গের নাইয়্যা সিরিজ টু’।

এআরএস/আরআইপি