ব্যস্ত লিজা
স্টেজ-অ্যালবাম-উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। নিয়মিত দেশ-বিদেশের শোতে অংশ নিচ্ছেন তিনি। পাশাপাশি কাজ শুরু করেছেন নিজের দ্বিতীয় এককের। লিজার প্রথম একক প্রকাশ পায় ২০১২ সালে। সেই অ্যালবামের ‘নেশা নেশা’ গানটি বেশ ভাল শ্রোতাপ্রিয়তা পায়।
এদিকে চলতি প্রজন্মের অনেক শিল্পী যখন দ্বৈতগান নির্ভর হচ্ছেন, ঠিক তখন লিজা হাঁটছেন স্রোতের ঠিক বিপরীতে। তার ক্যারিয়ারে দ্বৈতগানের সংখ্যা তুলনামূলক কম। গত অ্যালবামে একটি মাত্র দ্বৈতগান ছিল লিজার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। একক গানকে প্রাধান্য দিয়ে ভিন্ন আয়োজনে নিজের অ্যালবামটি সাজাচ্ছেন এ গায়িকা। এরই মধ্যে অ্যালবাম থেকে একটি গানের ভিডিও প্রকাশ করেছেন কাইনেটিক মিউজিকের ব্যানারে। গানের নাম ‘সুরাইয়া’। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এটি মূলত একটি আইটেম ঘরানার গান। চমকের বিষয় হলো, এর ভিডিওতে নেচে নেচে পারফরম করেছেন লিজা।
এরই মধ্যে ভিডিওটি প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। নিজের অ্যালবামটি পহেলা বৈশাখে মুক্তি দেবেন বলে জানিয়েছেন লিজা। এখানে সুরকার-সংগীত পরিচালক হিসেবে থাকছেন নকীব খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আরফিন রুমি, বেলাল খান প্রমুখ। অ্যালবাম থেকে আরও কিছু চমকপূর্ণ ভিডিও করার কথাও জানিয়েছেন লিজা।
এদিকে সম্প্রতি বিশ্বকাপ উপলক্ষে ‘আমার বাংলাদেশ’ শিরোনামের একটি গান গেয়েছেন লিজা। গানের বাইরে উপস্থাপনা নিয়ে বেশ ব্যস্ত তিনি। বিভিন্ন চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ুয়া লিজা নিজের সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে বলেন, গান নিয়েই মূলত ব্যস্ততা। দেখা যাচ্ছে যে অনুষ্ঠানগুলো উপস্থাপনা করি, সেগুলোও সংগীত বিষয়ক। অ্যালবামের কাজটা এখন টানা করতে চাই। ভিন্ন আয়োজনের একটি অ্যালবাম হচ্ছে এটি। ‘সুরাইয়া’ দেখে ও শুনেই হয়তো সবাই অনুমান করতে পেরেছেন। আশা বাকি গানগুলোও ভাল লাগবে সবার।
এআরএস/এমএস