পিছিয়ে গেল মোশাররফ-রিয়া সেন জুটির কাজ
প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করার কথা ছিলো জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও ওপার বাংলার অভিনেত্রী রিয়া সেনের। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটির নাম মোটকা। যুক্তরাজ্যে ছবির কাজ শুরু হওয়ার কথা ছিলো গেলো বছরের ডিসেম্বরে। জুটি ঠিক আছে তবে পিছিয়ে গেছে ছবির শুটিংয়ের কাজ। যুক্তরাজ্যে একটানা বৃষ্টির কারণে সেখানে গিয়ে ১৯ দিন থেকেও ফিরে আসতে হয়েছে মোটকা ছবির পুরো টিমকে।
মোটকা ছবির পরিচালক ইফতেখার চৌধুরী জানান, সব প্রস্তুতি থাকা স্বত্ত্বেও আবহাওয়ার কারণে আর্থিক ক্ষতি বিবেচনা করে শ্যুটিং পেছাতে হয়েছে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ছবির নতুন শুটিংয়ের সময় ঠিক করেছেন তারা। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে কাজ শুরু হতে পারে ছবিটির।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় মোশাররফ করিম সম্পর্কে ইন্দ্রজিৎ বলেছেন, ‘মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে আছি। শুনেছি, তিনি বাংলাদেশের শক্তিমান অভিনেতা।’
কেমন হবে মোশাররফ করিম আর রিয়া সেন জুটির রসায়ন। দেখতে হলে অপেক্ষা করতে হবে বেশকিছু দিন।
এইচএন/পিআর