অন্তরঙ্গের আইটেম গানে আলিশা (ভিডিও)
পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত শেষ চলচ্চিত্র অন্তরঙ্গ। এই ছবিটির মধ্যদিয়ে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল-অভিনেত্রী আলিশা প্রধানের।
এরই মধ্যে ইউটিউবে ছবির `আমি দিয়াশলাই ছুঁলে আগুন হয়ে যাই` শিরোনামের আইটেম গানের একটি টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে আলিশাকে পাশ্চাত্যের আদলে অভিনয় করতে দেখা গেছে।
এ প্রসঙ্গে আলিশা প্রধান বলেন, `খ্যাতিমান নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করি। আমি এ ছবিটি মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুনছি। অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নির্মাতা বেঁচে থাকলে আমার এই আনন্দ দ্বিগুণ হয়ে যেত।`
অন্তরঙ্গ ছবির গল্প রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। আলিশা ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন ইমন, অমিত হাসান, অরুনা বিশ্বাসসহ আরো অনেকে।
এএ