ধারাবাহিকে র্যাম্প মডেল রুমা
র্যাম্প মডেল হিসেবে পরিচিত মডেল রুমার ইদানিং ভিজুয়্যাল মিডিয়াতে ব্যস্ততা বেশ বেড়েই চলেছে। মাত্র কিছুদিন আগেই তিনি আলভী আহমেদ পরিচালিত `ইউটার্ন` ছবিতে একটি আইটেম গানে পারফরমেন্স করেছেন। তার সেই পারফর্মেন্সের প্রশংসাও করেছেন অনেকে। এবার রুমা অভিনয় করতে যাচ্ছেন ধারাবাহিক নাটকে।
বি.ইউ.শুভ পরিচালিত নতুন এই ধারাবাহিক নাটকটির নাম `লাইফ ইন এ মেট্রো।` এ প্রসঙ্গে রুমা বললেন,` র্যাম্প মডেলিং আমার প্রথম ভালবাসা তাতে সন্দেহ নেই। তবে ইদানিং ভিজুয়্যাল মিডিয়াতে কাজ করে বেশ আনন্দ পাচ্ছি। `লাইফ ইন এ মেট্রো` নাটকটির কাহিনী একটু অন্য ধরণের। আমার ধারণা দর্শকরা নাটকটি পছন্দ করবেন। একইসাথে আমাকেও দর্শকরা গ্রহণ করবেন বলে আমি আশা করছি।` নাটকটির পরিচালক সুত্রে জানা গেছে,রুদ্র মাহফুজের লেখা এই ধারাবাহিক নাটকটির শুটিং শুরু হবে আগামী ২০ মার্চ থেকে।
এআরএস/আরআইপি