ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

স্বাধীনতা দিবসের টেলিফিল্মে জয়-ঈশানা

প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০৩ মার্চ ২০১৫

আমাদের ভাবনা, সাহিত্য, চলচ্চিত্র, নাটক ও চিত্রশিল্পে ১৯৭১ ফিরে আসে কখনও বেদনার অশ্রুতে। আবার কখনও বা আনন্দের প্রাপ্তিতে। এ দেশের লাখ লাখ খেটে খাওয়া মানুষের রক্তভেজা ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে সেখানে আজও সন্তান হারানোর হাহাকার বুকে নিয়ে বেঁচে আছেন অসংখ্য পিতা। তেমনি একজন কুতুবুদ্দীন।

গ্রামের সাদাসিধে এই মানুষটি নিজের পঙ্গুত্বের কারণে যুদ্ধে যেতে পারেন না। কিন্তু গ্রামের শিক্ষক, চিকিৎসক, কৃষক, শ্রমিক ও তরুণদের উদ্বুদ্ধ করেন বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। নিজের সদ্য কৈশোরে পা বাড়ানো ছেলে হাবিবকে তারই প্রতিনিধিত্ব করার জন্য পাঠান যুদ্ধে। মুক্তিযুদ্ধে কুতুবুদ্দীনের মতো সহস্র পিতার হারিয়েছেন তাদের সন্তান। সেই হারানোর হাহাকার নিয়ে বেঁচেও আছেন। এমনি প্রেক্ষাপট নিয়ে মঞ্জু সরকারের গল্প থেকে মির্জা রাকিবের রচনা এবং সাদেক সিদ্দিকীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ টেলিফিল্ম ‘ফিরে ফিরে ৭১’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, ঈশানা, গাজী রাকায়েত, হান্নান শেলী, আশরাফ কবীর প্রমুখ।

এআরএস/আরআইপি