ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সরকারি অনুদানের ছবিতে অর্থ ছাড়ের প্রক্রিয়া বদলে যাচ্ছে

প্রকাশিত: ০৩:৪০ এএম, ০২ মার্চ ২০১৫

এতদিন তিন ধাপে অনুদানের ছবির অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় দেয়া হলেও এখন থেকে সে নিয়ম বদলে যাচ্ছে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ছবি নির্মাণ করে জমা দেয়ার পর অনুদানের অর্থ ছাড় দেয়ার একটি পরিকল্পনা মন্ত্রণালয়ের রয়েছে।

এ বিষয়ে এখনও কোনো আলাপ-আলোচনা না হলেও বিষয়টি নিয়ে ভাবছে মন্ত্রণালয়। এর কারণ হিসেবে কিছু বিষয়ও উল্লেখ্য। প্রতিবছর ৬/৭টি ছবি অনুদানের জন্য নির্বাচিত করা হয় এবং তিন ধাপে এর অর্থ ছাড় দেয়া হয়। অনুদানপ্রাপ্ত ছবির জন্য সরকারিভাবে প্রায় ৩৫ লাখ টাকা দেয়া হয়। গত কয়েক বছরে এরকম অনেক ছবির বেশিরভাগ অর্থ তুলে নেয়া হলেও মুক্তি দেয়া তো দূরের কথা এখনও ছবির কাজও শেষ করেননি অনেক নির্মাতা। বিষয়টি অনুধাবন করেই তথ্য মন্ত্রণালয় অনুদানের প্রক্রিয়া পরিবর্তনের চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে। সে লক্ষ্যে একটি পরিকল্পনাও তৈরি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। অনুদানের ছবি সম্পূর্ণ নির্মাণের পর জমা দিলে একসঙ্গেই অনুদানের অর্থ ছাড় দেয়া হবে বলে পরিকল্পনায় রয়েছে।  

অনুদানের ক্ষেত্রে অর্থ ছাড়ের বিষয়ে মন্ত্রণালয়ে পরিকল্পনাধীন নতুন এ প্রক্রিয়া সম্পর্কে চলচ্চিত্রের সাধারণ নির্মাতা ও প্রযোজকরা আশার কথা শুনিয়েছেন। তারা বলেছেন, যদি সত্যিকার অর্থে পরিকল্পনাধীন প্রক্রিয়াটি বাস্তবায়ন হয় অনুদানপ্রাপ্ত ছবির কাজ দ্রুতই সম্পন্ন হবে, তাহলে সরকারি অর্থের অপচয় রোধ হবে। সূত্র: যুগান্তর  

এইচএন/এমএস