ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বেঙ্গলের অনুদান পেলেন ৫ তরুণ চলচ্চিত্র নির্মাতা

প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০১ মার্চ ২০১৫

বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য পাঁচ তরুণ নির্মাতাকে অনুদান দিচ্ছে। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে চলচ্চিত্র উন্নয়ন ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পাঁচ তরুণ নির্মাতার নাম ঘোষণা করেন এই আয়োজনের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

‘ইসমাইলের মা’ চলচ্চিত্রের জন্য বেঙ্গলের অনুদান পাচ্ছেন রতন পাল, সৈয়দা নিগার বানু, ‘নোনা পানি’র জন্য; আদনান কবির, ‘ইতি পলাশ’; আষুতোশ সুজন, ‘অপেক্ষা’ এবং হুমায়ারা বিন্তি, ‘মাই লং রোড টু স্কুল’ ছবির জন্য পাচ্ছেন এই অনুদান।

অনুদানের চলচ্চিত্র প্রসঙ্গে বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহ্বায়ক আবুল খায়ের লিটু বলেন, ‘আমাদের আশার চেয়ে অনেক বেশি চিত্রনাট্য জমা পড়েছে। জমাপড়া ১২৬টি চিত্রনাট্য থেকে প্রথমে ১৪টি, পরে এর মধ্য থেকেই আমাদের জুরি বোর্ড পাঁচটি চিত্রনাট্য নির্বাচন করেছে। আশা করছি আমাদের নির্মাতারা দর্শকদের ভালো মননশীল চলচ্চিত্র উপহার দেবেন।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সরকার প্রতিবছর পাঁচ থেকে সাতটি চলচ্চিত্রকে অনুদান দিয়ে থাকে। এবার বেঙ্গল পাঁচটি চলচ্চিত্র নির্মাণে অর্থায়ন করছে। এর ফলে বাংলাদেশে ভালো চলচ্চিত্র নির্মাণ বাড়বে বলে মনে করি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ, বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নবনীতা চৌধুরী, এফডিসিরব্যবস্থাপনা পরিচালকহারুন-অর রশিদ প্রমুখ।

চূড়ান্ত চিত্রনাট্য ও চলচ্চিত্র প্রস্তাবনা নির্বাচনের জন্য জুড়ি বোর্ডে ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, সাজ্জাদ শরীফ এবং নূরুল আলম আতিক।

এসআরজে