এক্সট্রা থেকে নায়িকা হলেন মীম!
`সম্পূর্ণ রঙীন` নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন বিদ্যা সিনহা মীম। যেখানে মীমকে পার্শ্ব অভিনেত্রী থেকে প্রথম সারির নায়িকা হিসেবে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস।
এ প্রসঙ্গে মীম বলেন, `গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। আমাদের দেশেও অনেক নায়িকা আছেন, যাঁরা অতিরিক্ত কিংবা পার্শ্ব চরিত্রে অভিনয় করতে করতে একসময় প্রধান নায়িকা হয়েছেন। তাঁদের কথাই এই গল্পে ফুটে উঠেছে। হয়তো বাস্তবে আমার বেলায় এমন কিছু ঘটেনি। তবুও চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য মন দিয়ে চেষ্টা করব। দরকার হলে সিনিয়র অভিনেত্রীদের কাছ থেকে টিপস নেব।`
`সম্পূর্ণ রঙীন` ছবিটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। ছবিতে মীমের বিপরীতে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন ও নতুন একজন শিল্পী।
এইচএন/আরআই