ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন আরিয়ানা

প্রকাশিত: ০৩:০৯ এএম, ০১ মার্চ ২০১৫

আমেরিকান সংগীত শিল্পী আরিয়ানা গ্র্যান্ডে সম্প্রতি মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন। এ দূর্ঘটনাটি ঘটেছে তার ‘হানিমুন ট্যুরের’ উদ্বোধনী রাতে। জানা গেছে, অ্যারিয়ানা গ্র্যান্ডে গত ২৫ ফেব্রুয়ারি বুধবার ক্যানসাস সিটিতে পারফর্ম করছিলেন।

এ সময়  তিনি যে প্লাটফর্মের মাধ্যমে মঞ্চের উপর দিয়ে অবতরণ করছিলেন। তখন সেটি ছিড়ে যায় এবং অল্পের জন্য তিনি সেটির নিচে পড়া থেকে বেচে যান। তার ইউটিউব চ্যানেলে ‘দ্যাট টাইম আই অলমস্ট ডাইড ডিউরিই লাভ মি হার্ডার (বাট অ্যাকচুয়ালি দিস টাইম)’ শিরোনামের একটি  ভিডিওতে তিনি বলেন, ‘আমি প্রায় মারাই গিয়েছিলাম। আমি এটা মাথা থেকে দূর করতে পারছি না কারণ এটি একটি মাথা নষ্ট করা ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমি ধাতব পদার্থ এবং কাঠের বস্তুর নিচে পিষ্ঠ হতে পারতাম।’ এ সময় এ গায়িকা তার বিখ্যাত ‘লাভ মি হার্ডার’ শিরোনামের গানটি গাইছিলেন। দূর্ঘটনার সময়ও তিনি তার গান বন্ধ করেননি বলে জানা যায়। এ সম্পর্কে অ্যারিয়ানা বলেন, ‘আমি সে সময়ও আমার মাইক ধরে ছিলাম। আমার তখন মনে হচ্ছিল আমি গান গেয়ে যাই।’

এমএস