সাদিয়া ইসলাম মৌ`এর ড্রিম
ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় দ্য ড্রিম নামের একটি টেলিফিল্ম -এ অভিনয় করলেন সাদিয়া ইসলাম মৌ। টেলিফিল্ম টির গল্পে দেখা যাবে,তানজিম ও সাইমুন দুই বন্ধু একদিন টেলিফিল্ম নির্মাণের জন্য প্রডিউসার খুঁজতে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে যায়। আর সেই অফিসের বিজনেস অ্যান্ড মিডিয়া অফিসার হিসেবে চাকুরি করেন দিয়া নামের একটি মেয়ে ।
কিন্তু তানজিম মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। কারণ ঠিক আগের দিন রাতে এ মেয়েটিকে স্বপ্নে দেখেছেন তিনি। স্বপ্ন আর বাস্তবে দেখা দিয়াকে ফেসবুকে খুঁজে বের করে তানজিম। অতঃপর বন্ধুত্ব এরপর ঘনিষ্ঠতা। এদিকে দিয়া প্রেমিকের উপর রাগ করে ক্ষোভে পরিবারের পছন্দের এক কর্পোরেট ধনাট্য ব্যবসায়ীকে বিয়ে করে।
কিন্তু নেশাগ্রস্থ ও অত্যাচারী এ স্বামীর সঙ্গে তার সংসার স্থায়ী হয় না। তাই নিজেই নেমে পড়েন জীবিকার সন্ধানে। এক পর্যায়ে তানজিম দিয়াকে ভালোবাসার কথা জানায়। এভাবেই এগিয়ে যায় দ্য ড্রিম টেলিফিল্ম -এর গল্প। এতে তানজিম চরিত্রে অভিনয় করেছেন- আফরান নিশো। নির্মাতা সূত্রে জানা গেছে খুব শিগ্রহি টেলিফিল্ম টি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।
এমএস