ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাবার উপন্যাসের চলচ্চিত্ররূপ নিয়ে আসছেন মৃত্তিকা গুণ

প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

তার একটি পরিচয় প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ তার বাবা। কিন্তু সে পরিচয় এড়িয়ে নিজ গুণেই সাংস্কৃতিক অঙ্গণে জায়গা করে নিতে শুরু করেছেন মৃত্তিকা গুণ।

লেখালেখির পাশাপাশি পেশাগত জীবনে দীর্ঘদিন যাবত কাজ করছেন বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘আই’তে। ক্ষুদে গান রাজ, লাক্স চ্যানেল আই সুপারস্টার এর মতো রিয়েলিটি শো-গুলোতে ক্যামেরার পেছনে থেকে কাজ করেছেন। ক্যামেরার পেছনে কাজ করেছেন হুমায়ূন আহমেদের সঙ্গেও। নির্মাণ করেছেন টেলিফিল্ম।

এবার তার লক্ষ্য চলচ্চিত্র। তবে পূর্ণদৈর্ঘ্যে গল্প বলার আগে ছোট ছবিতে হাত মকশো করতে চান মৃত্তিকা।

নির্মাণ করছেন সরকারী অনুদানে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’। বাবা নির্মলেন্দু গুণের লেখা একই নামের উপন্যাস থেকে ছবির চিত্রনাট্য করেছেন ফারুক হোসেন।

মৃত্তিকা বললেন, ‘বাবার লেখা এ উপন্যাসটা আমার বেশ পছন্দ। অনেক ছোটবেলায় পড়েছি। ইচ্ছে করল এটির চলচ্চিত্র রূপ দিতে। শিশু মনস্তত্ত্ব নিয়ে গল্পটি লিখেছেন বাবা’।

চলচ্চিত্রটির বেশ কিছু অংশের শ্যুটিং ইতোমধ্যেই সম্পন্ন করেছেন মৃত্তিকা। শ্যুটিং হয়েছে বারহাট্টায়। বাকি অংশের শ্যুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। এ অংশের শ্যুটিং হবে ঢাকায়। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, রুনা খান, মনিরা ইউসুফ মেমী, আপন, ফাহিম, গোলাম মোস্তফা, হারুনুর রশীদ প্রমুখ।

বাবার কোনো সাহায্য নিতে হয়েছে কিনা জানতে চাইলে মৃত্তিকা বলেন, ‘চিত্রনাট্য তৈরী করতে গিয়ে বাবার সাহায্য দরকার ছিলো। বাবা বলেছেন, সিনেমায় পরিচালকই সব। তার যেমন ইচ্ছা তেমন করে বানানো উচিত। উনাকে যেন বিরক্ত না করা হয়।’

‘চেয়েছিলাম কিছু বিষয় পরিস্কার করে নিতে। যেমন গল্পের যে মূল চরিত্র বাচ্চাটা, তাকে তার মা নিরুদ্দেশ যাত্রায় ট্রেনে তুলে দেয়। ছেলেটা কোথায় যাবে, কেন তার মা তাকে নিরুদ্দেশে পাঠালো- এসব প্রশ্নের উত্তর হয়তো দর্শক চাইবে। কিন্তু বাবা বললেন, আমি বাচ্চার জার্নিটাই দেখাতে চেয়েছি। বাচ্চাদেরকে তো আমরা বাচ্চা করে রাখতে চাই। আসলে বাচ্চারা বড়দের মতো করেই চিন্তা করতে পারে।’ মৃত্তিকা জানালেন।

এসআরজে