ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সজল ও মম’র আলো অন্ধকার

প্রকাশিত: ০৪:১৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

সাজ্জাদ ও সাদিয়া বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। সব পরীক্ষায় প্রথম হলেও এখানে এসে দৃষ্টিপ্রতিবন্ধী সাজ্জাদের কাছে হেরে যায় সাদিয়া। তবে চূড়ান্ত পরীক্ষায় সাজ্জাদকে হারিয়ে সাদিয়া প্রথম হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পায় সাদিয়া আর সাজ্জাদ চলে যায় মফস্বলের এক কলেজে।

একদিন ক্লাসে অন্ধ এক ছাত্রকে দেখে সাজ্জাদের কথা নতুন করে মনে পড়ে সাদিয়ার। তার কথা ভেবে মন খারাপ হয়। ঠিকানা সংগ্রহ করে একদিন চলে যায় সাজ্জাদের সঙ্গে দেখা করতে। সাজ্জাদকে দেখার পর চোখের জল সংবরণ করতে পারে না সাদিয়া- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘আলো অন্ধকার’।

আরিফ মাহমুদের রচনা ও এল আর সোহেলের পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল ও মম।

এমএস/এআরএস