মঞ্চে আছড়ে পড়লেন ম্যাডোনা
ব্রিট অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান চলাকালে মঞ্চেই আছড়ে পড়ে গেলেন পপ ডিভা ম্যাডোনা। এতে অবশ্য কোনওরকম চোট পাননি তিনি। পরে পোশাক ঝেঁড়ে উঠে নিজেই জানিয়েছেন, সব কিছু ঠিক আছে।
টুইটারে ৫৬ বছরের ম্যাডোনা এভাবে পড়ে যাওয়ার জন্য তাঁর আঁটোসাঁটো আরমানি কেপকে দায়ী করেছেন। তিনি টুইটারে জানান, আমার সুন্দর কেপটা খুব শক্ত করে বাঁধা ছিল। এতেই টান লেগে পড়ে গিয়েছিলাম। কিন্তু কিছুই হয়নি, আমি আবার উঠে দাঁড়িয়েছে। সব ঠিক আছে।
এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রায় ২০ বছর পর এসেছিলেন ম্যাডোনা। মঞ্চে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরেন সহ নৃত্যশিল্পীরা। এরপরও অবশ্য অনুষ্ঠান করেন তিনি।
এএইচ/আরআই