ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঢাকা আসছেন সুনিধি-অনুপম

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান ও অনুপম রায়। ৩ এপ্রিল ঢাকায় বাসার পর ওইদিনই তারা মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত একটি কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন। ছিন্নমূল শিশুদের সহায়তার জন্যই এ কনসার্টটির আয়োজন করা হয়েছে।

জানা গেছে, এতে বাংলাদেশের বেশ ক`জন তারকাও অংশগ্রহণ করবেন। কনসার্টটি আয়োজন করেছে মিউজিক হল। এটির সমন্বয় করছে আইটিডিএফ নামে একটি এনজিও।

আয়োজক মিউজিক হলের প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ বিশ্বাস বলেন, সুনিধি চৌহান ও অনুপম রায়ের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কনসার্টে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আর খুব শিগগিরই বাংলাদেশের শিল্পীদের নাম ঘোষণা করা হবে। কনসার্টের টিকিট থেকে প্রাপ্ত অর্থ ছিন্নমূল শিশুদের স্কুল ঘাসফুলকে প্রদান করা হবে।

সুনিধি চৌহান ও অনুপম রায় এর আগেও বেশ কয়েকবার ঢাকায় গান গাইতে এসেছেন। সর্বশেষ অনুপম একটি টিভি অনুষ্ঠান ও সুনিধি আর্মি স্টেডিয়ামের একটি কনসার্টে গান গেয়েছেন।

আরএস/এমএস