ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাহরুখের নতুন নায়িকা ওয়ালাসা

প্রকাশিত: ১১:২৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

বলিউড বাদশাহ শাহরুখের বিপরীতেই অভিষেক হয়েছিল শিল্পা শেঠী থেকে শুরু করে হালের আনুষ্কা শর্মা ও দীপিকা পাড়ুকোনসহ অনেক তারকার। এবার তার বিপরীতে বলিউড দেখতে যাচ্ছে আরেকজন নতুন মুখ। মোহিত শর্মার আগামী সিনেমা ‘ফ্যান’ এ কিং খানের বিপরীতে দেখা যাবে সুপার মডেল ওয়ালাসা ডি সুজা কে।

‘ফ্যান’ সিনেমার নায়িকা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল বলিউড পাড়ায়। শোনা যাচ্ছিল পরিণীতি চোপড়া, কিংবা ইলিয়ানা ডি ক্রুজ হচ্ছেন এ সিনেমার নায়িকা। অবশেষে সেই জল্পনায় পানি দিলেন ওয়ালাসা।

ওয়ালাসা শাহরুখের নায়িকা হওয়াতে চমকে গেছে বলিউডের অনেকেই। অভিনয়ে এর আগে তেমন কিছুই করেননি তিনি। শুধু জিতেছিলেন একটি সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট। শোনা যাচ্ছে এই সিনেমায় কাজ করার জন্য অভিনয়ের স্পেশাল ট্রেনিং নেয়া শুরু করে দিয়েছেন ওয়ালাসা। তবে তিনি ট্রেনিং এ কতটুকু শিখলেন তার নম্বর দিতে ছবিটি হলে মুক্ত পাওয়া পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে।  

এএইচ/পিআর