ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

একটি গোলাপের মৃত্যু

প্রকাশিত: ১০:০৯ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

ভালোবেসে সাবরিনাকে বিয়ে করে শাকিল। বিয়ের পর থেকে প্রতিদিন সে সাবরিনার জন্য গোলাপ নিয়ে বাসায় ফেরে। বিয়ের একটি বছর ভালোই কেটেছে তাদের। যদিও বিয়েতে তাদের বাবা মায়ের কোনো মত ছিল না। তাই তাদের সংসার জীবন সুখের হলেও বাবা মায়ের অমতে বিয়ে করার কারণে তাদের জায়গা হয় না বাবা মা‘র ঘরে। এনিয়ে শাকিলের কোনো মাথা ব্যথা না থাকলেও সাবরিনা তার বাবা মাকে ছেড়ে থাকতে পারেনা। তাই সে মাঝে মাঝেই তার বাবা মাকে ফোন দেয়। মা ফোনে কথা বললেও বাবার সাথে দূরত্ব কমে না। এ নিয়ে সাবরিনার শত সুখের মাঝেও কষ্টের কাঁটা বুকে বেঁধে থাকে। শাকিল সাবরিনার সুখের সংসারে হঠাৎ করেই অশান্তি নেমে আসে। বন্ধ হয়ে যায় প্রতিদিনের গোলাপ উপহার দেয়া। এ নিয়ে সূত্রপাত হয় নানা ঘটনার।

এমনি একটি গল্প নিয়ে নির্মিত ‘একটি গোলাপের মৃত্যু’। নাটকটি মূলত সমাজের নিত্য ঘটনারই প্রতিচ্ছবি। নাটকটিতে মানুষের বিবেককে স্পর্শ করার চেষ্টা করা হয়েছে।

এতে অভিনয় করেছেন, শাহরিয়ার নাজিম জয়, তানিয়া হোসেন, ঝুনা চৌধুরী, মিলি মুন্সি, আহসানুল হক মিনু, সঞ্জিব আহমেদ, বুলবুল আহমেদ জয়, মুন্নি খন্দকার, দুর্জয় আনোয়ার, এম সি বিপ্লব, জয় রায়, শিশু শিল্পী মিম প্রমুখ।

জুলফিকার হুসাইন সোহাগ এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১১টায় এটিএন বাংলায়।

এমএএস/আরআই