ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নির্বাক সুস্মিতা সেন

প্রকাশিত: ০৪:১১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

চার বছর পর রুপালি পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। `নির্বাক` শীর্ষক একটি বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন শ্রীজিৎ মুখার্জি। বর্তমানে সুস্মিতা ছবিটির ডাবিং করছেন।

মিডডের খবরে জানা গেছে, ৩৯ বছর বয়সী সুস্মিতা `নির্বাক` ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখলেন। ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তাকে সেলোয়ার-কামিজ পরা বাঙালি তরুণীর বেশে দেখা যাবে। ছবিতে সুস্মিতার বিপরীতে অভিনয় করছেন অঞ্জন দত্ত।

এ প্রসঙ্গে সুস্মিতা সেনের মুখপাত্র জানান, সুস্মিতার জন্ম হায়দ্রাবাদে হলেও, তার বাবা-মা বাঙালি। তাই বাংলা ছবির প্রতি তিনি সব সময়ই আগ্রহী। এ কারণে দীর্ঘ বিরতির পর বাংলা ছবি দিয়েই তিনি ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। সূত্রটি আরো জানিয়েছে, কলকাতার বিভিন্ন লোকেশনে `নির্বাক` ছবিটির শুটিং হয়েছে।

আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এতে সুস্মিতা সেন ও অঞ্জন দত্ত ছাড়াও আরো অভিনয় করেছেন ঋতিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত প্রমুখ। এছাড়া সম্প্রতি সুস্মিতা `যদি এমন হতো` শিরোনামে আরেকটি বাংলা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এমএস/এআরএস