ঈশানার পাঁচ রুপ!
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচজন নায়িকার চরিত্রে একইসঙ্গে অভিনয় করলেন লাক্সতারকা ঈশানা। আশরাফী মিঠুর `শরতের মেঘ` শীর্ষক নাটকে হৈমন্তী, মালতী, মৃন্ময়ী, হাসনা ও কুমুর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এ প্রসঙ্গে ঈশানা বলেন, একই নাটকে পাঁচ চরিত্রে অভিনয় করা সত্যিই চ্যালেঞ্জিং বিষয়। তার ওপর রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্র বলে কথা। প্রতিটি চরিত্রই গভীর মনোযোগ দিয়ে ফুটিয়ে তুলতে হয়েছে। এর মেকআপ, পোশাক, অভিব্যক্তি, আচরণ- সবকিছুতেই রবীন্দ্রনাথের সময়কালীন ছাপ রাখতে চেষ্টা করেছি। মিঠু ভাইও নাটকটি খুব যত্ন নিয়ে নির্মাণ করেছেন।
এর গল্পে দেখা যাবে, একজন সাধারণ মেয়ে রবি ঠাকুরের গল্প পড়ার সময় তার সৃষ্ট নারী চরিত্রগুলোর মধ্যে নিজেকে কল্পনা করতে শুরু করেন। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পেতে তিনি চরিত্রগুলোর গভীরে প্রবেশ করেন। অনেকটা কল্পনাশ্রয়ে এর প্রেক্ষাপট গড়ে উঠেছে। `শরতের মেঘ` নাটকে ঈশানার বিপরীতে অভিনয় করেছেন সাবি্বর আহমেদ।
টাঙ্গাইলের নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এদিকে স্বাধীনতা দিবসের বিশেষ একটি নাটকেও অভিনয় করছেন ঈশানা। সাদেক সিদ্দিকীর পরিচালনায় `ফিরে ফিরে একাত্তর` নাটকে তার সহশিল্পী শাহরিয়ার নাজিম জয়।
এ প্রসঙ্গে ঈশানা বলেন, এ নাটকে আমার নাম কুসুম। প্রেমিক যুদ্ধে চলে গেছেন। মুক্তিযুদ্ধের এমন পরিস্থিতিতে আমাকে নানা প্রতিকূলতার শিকার হতে হয়। তারপরও আমি স্বাধীনতার স্বপ্ন দেখি।
নাটকটি ২৬ মার্চ এটিএন বাংলায় প্রচার হবে বলে জানান তিনি। এছাড়া খন্ড নাটক ও ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন ঈশানা। বর্তমানে `সম্রাট` ও `সখী ভালোবাসা কারে কয়` নামে নতুন দুটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন তিনি।
এমএস/এআরএস