ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সম্পুর্ণ রঙিন মিম ও মিলন

প্রকাশিত: ০৩:২০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

প্রথমবারের মত বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছে সময়ের দুই জনপ্রিয় চিত্রনায়ক এবং চিত্রনায়িকা আনিসুর রহমান মিলন ও বিদ্যা সিনহা মিম। সম্প্রতি দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ``সম্পুর্ণ রঙিন`` চলচ্চিত্রে জুটি হিসেবে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুজন।

ছবির কাহিনীতে দেখা যাবে মিলন সিনেমা হলের টিকেট ব্ল্যাকার এবং তার প্রেমিকা মীম একজন এক্সট্রা ডান্সার। সিনেমাকে ঘিরে এই দুই প্রেমীর সংগ্রামের ধূসর বাস্তবতাকে উপজীব্য করেই চলচ্চিত্র ``সম্পুর্ণ রঙিন।`` ``সম্পুর্ণ রঙিন`` ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার এন কে সলিল। আগামী মে মাস থেকে ঢাকা এবং আশে পাশের শহরে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবিটির নায়ক আনিসুর রহমান মিলন।

এ প্রসঙ্গে মিলন বললেন, ছবিটি ভিন্নমাত্রার। চলচ্চিত্রের মানুষ নিয়ে নির্মিত চলচ্চিত্র। বাংলাদেশেই শুটিং হবে ছবিটির। হয়তো গানের জন্য দেশের বাইরে যেতে হতে পারে। আর মিমের সঙ্গে নাটকে কাজ করেছি। চলচ্চিত্রেও ভালো কাজ করছে মিম । আমার মনে হয় আমাদের জুটি সবাই পছন্দ করবে।

এমএস/এআরএস