ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পরীমনির পোস্টারটি অফিসিয়াল ছিল না

প্রকাশিত: ০৭:৫১ এএম, ২৩ নভেম্বর ২০১৬

আলোচিত ‘ধূমকেতু’ ছবির একটি পোস্টার গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হয়। সেখানে দেখা গেছে, ভারতের দক্ষিণী আবেদনময়ী নায়িকা কাজল আগারওয়ালের শরীর ঠিক রেখে কেবল মুখটা বসিয়ে দেয়া হয়েছে ঢাকাই ছবির আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনির!

এরপর থেকে শোরগোল বেঁধে যায়। নতুন করে আবারো সমালোচনার মুখে পড়েন পরীমনি এবং ছবির নির্মাতা শফিক হাসান। যদিও চিত্রনায়িকা পরীমনি এই পোস্টার নিয়ে স্পষ্ট জানিয়েছেন, এখানে তার কোনো দায় নেই। কারণ, ছবির পোস্টার তিনি বানান না। এটি পরিচালক-প্রযোজক ও পরিবেশকদের কাজ। তাদের রুচি দুর্বল বলেই এমন নকলবাজি করলেন তারা।

এদিকে ছবির নির্মাতা শফিক হাসান প্রসঙ্গটিকে হেসে উড়িয়ে দেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘এই পোস্টারটি ‘ধূমকেতু’র অফিসিয়াল নয়। প্রাথমিকভাবে পোস্টার বানানোর জন্য পরিবেশনা সংস্থা বিভিআই থেকে আমাকে বলা হয়েছিল। আমি কেবল একটা আইডিয়ার ওপর দাঁড়িয়ে ওই পোস্টারটি করে ফেসবুকে দিয়েছিলাম কেমন দেখাচ্ছে সেটি জানার জন্য। মজার করার একটি বিষয়কে সবাই সিরিয়াসভাবে নেবেন আমি সেটা ভাবতেই পারিনি।’

তিনি আরো বলেন, ‘অবশ্য এই বিষয়টিকে সিরিয়াস করেছেন একজন বিনোদন সাংবাদিক। সে আমার ওপর ক্ষুব্ধ হয়ে নিউজ করে বিষয়টি আলোচনায় নিয়ে এসেছে। আমাকে এই পোস্টার নিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে ওই সাংবাদিক। এটা ঠিক নয়। অনেকেই কোনো কাজ করার আগে ডামি তৈরি করেন। সেটাকে ভিত্তি করে মূল কাজটা সুন্দর করার চেষ্টা করেন। আমিও তাই করতে চেয়েছিলাম। মূল কাজটা না দেখা পর্যন্ত সমালোচনা করা ঠিক নয়। আর কেউ কেউ নায়িকার সমালোচনাও করছেন। এখানে নায়িকার কোনো দোষ থাকে না। কারণ, পোস্টার বানানো নায়িকার কাজ নয়। বিষয়টিকে সবাই সহজ করে নেবেন বলেই আমার অনুরোধ।’

নির্মাতা শফিক বলেন, ‘ছবির পোস্টার সেন্সর বোর্ড থেকে অনুমতি নেয়ার জন্য পাঠিয়েছি। সেখানে মোট ২১ ক্যাটাগরির পোস্টার জমা দেয়া হয়েছে। কিন্তু এই পোস্টারটি নেই। খুব শিগগির সেগুলো সেন্সর থেকে অনুমতি পেলেই প্রকাশ করা হবে। তাই বিভ্রান্ত না হয়ে সবাইকে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

এদিকে, বহুল আলোচিত ‘ধূমকেতু’ ছবিটি আগামী ৯ ডিসেম্বর মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে বলে জানিয়েছেন নির্মাতা শফিক। ছবিতে পরীমনির নায়ক চিত্রনায়ক শাকিব খান। তাদের সঙ্গে তানহা তাসনিয়া। এছাড়া আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রেবেকা, অমিত হাসান, দিতি, আলিরাজ প্রমুখ। ছবির চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ লিখেছেন মুনির রেজা।

এনই/এলএ/এনএইচ/এমএস

আরও পড়ুন