ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অভিনেতা হেলাল খান আবারও রিমান্ডে

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা হেলাল খানকে আবারও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।  মঙ্গলবার বিস্ফোরক দ্রব্য আইনে গুলশান থানার একটি মামলায় হেলাল খানকে গ্রেফতার দেখিয়ে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মুহাম্মদ আবদুর রউফ সবুজ ১০ দিনের রিমান্ড চান। আদালতে আসামির রিমান্ড বাতিল করে জামিন চান তার আইনজীবী। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান রিমান্ড মঞ্জুর করেন।
 
এ নিয়ে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হলো জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এই নেতাকে। বাসে পেট্রোলবোমা মেরে আগুন ধরিয়ে সাধারণ মানুষকে হত্যার চেষ্টাসহ বিস্ফোরক আইনে দায়েরকৃত বাড্ডা থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে গত ১৭ ফেব্রুয়ারি হেলালের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওই রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।
 
মামলার এজাহারে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি বিকাল সোয়া ৫ টায় গুলশান থানাধীন গুলশান-২ নম্বর চত্বর থেকে আনুমানিক ১০০ মিটার পূর্ব দিকে মাদানী এভিনিউতে আমেরিকান এম্বাসি ঢাকা এর গাড়ী দ-৬৫-৫৬৮ নম্বর গাড়িতে বিস্ফোরক নিক্ষেপ করা হয়। দেশের ভাবমূর্তি নষ্ট করার লক্ষে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।   

এএইচ/পিআর