ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাকিব এবার শুটার

প্রকাশিত: ০২:৩৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

ঢালিউড সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খান এবার ‘শুটার’ হয়ে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন। তাকে এমন রূপে পর্দায় আনার প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক ইকবাল হোসেন জয় ও পরিচালক ওয়াজেদ আলী সুমন। নায়িকা হিসেবে অপু বিশ্বাসের থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রযোজক জয়।

আবদুল্লাহ জহির বাবুর লেখা একটি শ্বাসরুদ্ধকর অ্যাকশন গল্প নিয়ে ‘শুটার’ নির্মাণ হবে বলে তিনি জানান। দর্শকরা এ ছবিতে নতুন এক শাকিব খানকে দেখতে পাবেন বলে প্রযোজক জয় জানান। এ ছবিতে চমক হিসেবে একজন নতুন নায়িকাও থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

এইচএন/আরআই