সেরা চলচ্চিত্র বার্ডম্যান
এ বছর অস্কারের সেরা ছবি নির্বাচিত হয়েছে আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর বিদ্রুপাত্মক ছবি ‘বার্ডম্যান’। অস্কার পুরস্কার নামে পরিচিত একাডেমি এ্যাওয়ার্ড মঞ্চে বাংলাদেশ সময় সোমবার সকালে এ ঘোষণা দেয়া হয়। এবার ছিল পুরস্কারটির ৮৭তম আসর।
এবারের মঞ্চটি ছিল আলজান্দ্রো গঞ্জালেন ইনারিতুর ‘বার্ডম্যান’ এর দখলে। সেরা চলচ্চিত্র, পরিচালকসহ মোট চার বিভাগে চলচ্চিত্রটি অস্কার জিতেছে। অন্যদিকে একই সংখ্যক পুরস্কার জিতেছে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’। বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এডি রেডমাইন (দ্য থিওরি অব এভরিথিং) ও সেরা অভিনেত্রী হয়েছেন জুলিয়ান মুর (স্টিল এ্যালাইস)।
এ বছর সেরা সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে পুরস্কার জিতল পোল্যান্ডের ‘ইডা’। পাওয়েল পাউলিকোস্কি পরিচালিত ছবিটির কাছে হেরে গেছে রাশিয়ার ‘লেভিয়াফান’।
সেরা অ্যানিমেটেড ছবির বিভাগে চমক দেখা গেছে। ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু’কে হটিয়ে পুরস্কার জিতল ডন হল ও ক্রিস উইলিয়ামস পরিচালিত ‘বিগ হিরো সিক্স’। মার্ভেল কমিকসের সুপার হিরো দলকে ভেবে সাজানো হয়েছে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওসের ছবিটি। এর গল্পে দেখা যায়, হিরো হামাদা ও বিশাল রোবট বেম্যাক্স মুখোশধারী এক ভিলেনকে শায়েস্তা করতে সুপারহিরো দল গড়ে তোলে।
এআরএস/আরআইপি