ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন চিকন আলী

প্রকাশিত: ১০:১৯ এএম, ১৫ নভেম্বর ২০১৬

ঢাকাই ছবির পরিচিত মুখ অভিনেতা চিকন আলী। যিনি কমেডি অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয়। এবার তিনি ভাবছেন অন্যকিছু। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচিত বর্তমান কমিটির দায়িত্ব।

এরপর ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক নির্বাচনে দফতর-প্রচার সম্পাদক পদে লড়বেন চিকন আলী।  

চিকন আলী বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য। নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি। চিকন আলী জানান, ‘আমি আমার কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছি। তাছাড়া চলচ্চিত্রের শিল্পীরা আমাকে ভালো বলেই জানেন। সিনিয়ররা খুব আদর করেন। কারো সাথে আমি কখনো খারাপ আচরণও করিনি।’  

নিজেকে সৎ-যোগ্য মনে করেই আগামীতে শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয়ে চলচ্চিত্র এবং শিল্পীদের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে চান চিকন আলী। তিনি বলেন, ‘আমি এর আগে আমাদের এলাকায় (বগুড়া) একটি ক্লাবের সভাপতি ছিলাম। সেখানে নানা কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছি। সেই অভিজ্ঞতা এবার চলচ্চিত্রের ক্ষেত্রেও কাজে লাগাতে চাই।’

২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির বর্তমান কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি পদে চিত্রনায়ক শাকিব খান, সহ-সভাপতি পদে ওমর সানি এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেন অমিত হাসান।    

উল্লেখ্য, ২০০৬ সালে ‘রঙিন চশমা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিকন আলীর। তারপর ‘মনে প্রাণে আছো তুমি’,‘তোর কারণে বেঁচে আছি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘এক টাকার দেনমোহর’, ‘লাভ ম্যারেজ’, ‘হিটম্যান’, নিয়তি’, ‘বসগিরি’ ছাড়া আরো বেশ কিছু ছবিতে অভিনয় করে কাবিলা, আফজাল শরীফের পর কমেডি অভিনেতা হিসেবে নির্মাতাদের ভরসার প্রতীক হন চিকন আলী। বর্তমানে এই কমেডি অভিনেতা কাজ করছেন ‘পাষাণ’, ‘অন্তর জ্বালা’, ‘সাদাকালো প্রেম’সহ আরো বেশ কিছু ছবিতে। শিগগির শুরু করবেন ’ধেৎতেরিকি’ ছবির শুটিং।

এনই/এলএ/এমএস

আরও পড়ুন