বিদ্যা বালানের বাংলা প্রীতি
নিজেকে বাঙালি মনে করেন ভারতের কেরালা রাজ্যের মেয়ে বিদ্যা বালান। বাংলা ভাষা, গান ও সংস্কৃতি তার দারুণ পছন্দ। এ কারণে বিদ্যা নিয়মিত বাংলা সংস্কৃতি চর্চাও করেন। জানা গেছে, ৩৭ বছর বয়সী বিদ্যা সম্প্রতি কলকাতার চতুর্থ মির্চি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তিনি তার বাংলাপ্রীতি নিয়ে খোলামেলা কথা বলেন।
এ সময় বিদ্যা জানান, ২০০৩ সালে তিনি বাংলা ছবি `ভালো থেকো`র মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর `পরিণীতা` ও `ভুল ভুলাইয়া` ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে রূপদান করেছেন। তারই ধারাবাহিকতায় ধীরে ধীরে কলকাতার সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।
এ সম্পর্কে বিদ্যা বালান বলেন, `আমি কেরালার মেয়ে হলেও হৃদয় থেকে নিজেকে বাঙালি মনে করি। কারণ, আমার চলচ্চিত্রের বিশেষ অর্জনগুলো এই বাংলা থেকেই এসেছে।`
সূত্রটি আরো জানিয়েছে, বিদ্যার প্রিয় কণ্ঠশিল্পীর তালিকায় রয়েছেন মান্না দে এবং রাহুল দেব বর্মণ। শুধু তা-ই নয়, বিদ্যা বাঙালি নারীদের মতো শাড়ি পরতেও ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বাঙালি মেয়ের সাজেই উপস্থিত হয়েছিলেন।
এমএস