ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কৈলাশের সুরে ভাসলো দ্বিতীয় দিনের উৎসব

প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১১ নভেম্বর ২০১৬

জমজমাট মেরিল নিবেদিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৬। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে দর্শকরা উপভোগ করেছেন বিশ্বের সেরা লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় শেকড় সন্ধানী কিছু গান।

এদিনের বড় আকর্ষণ ছিলেন খ্যাতনামা শিল্পী কৈলাশ খের। তার সুরের মূর্ছনায় মেতে ওঠেন হাজারো দর্শক। তিনি গেয়ে শোনান বেশ কিছু জনপ্রিয় গান। তার সুরের তালে নেচে গেয়ে আর্মি স্টেডিয়াম উন্মাতাল করে তোলেন হাজার হাজার দর্শক। কারো যেন ঘর-বাড়ি নেই; কোনো পিছুটান নেই। সুরের স্রোতে হারিয়ে যাওয়াই বুঝি আজ বেখেয়ালি মনের বাসনা। তবুও ফুরায় প্রাণের উৎসব। ফুরিয়ে গেল তেমনি নগরবাসীর ছুটির দিনটিও; লোক গানের মূর্ছনায়। সবাইকে তালে তালেই বিদায় জানালেন কৈলাশ খের। বলে গেলেন, সুযোগ হলে বারবার আসবেন বাংলাদেশে, গাইবেন এই জনসমুদ্রকে সামনে নিয়ে।

এর আগে বাংলাদেশ থেকে লতিফ সরকার, শফি মন্ডল, লাবিক কামাল গৌরব, বংশীবাদক জালাল এবং জাহিদ তাদের অসাধারণ পরিবেশনায় মন্ত্রমুগ্ধ করে রাখেন উপস্থিত দর্শকদের। দর্শকদের প্রাণ বিষাদের সুরে ভাসাতে দেশের বাইরের শিল্পী কারেন লুগো এবং রিকার্ডো মোরো, ইন্ডিয়ান ওশেন ব্যান্ড, প্রসাদ- মন হু হু করা গানগুলো পরিবেশন করেন।

দেশজুড়ে সাড়া জাগানো নিজেকে চেনার উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫ এর সাফল্যের ধারা অব্যাহত রাখতেই দ্বিতীয়বারের মতো সান ইভেন্টস আয়োজন করেছে তিন দিনব্যাপি মেরিল নিবেদিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬’।

সাতটি দেশের শতাধিক লোকশিল্পী এই উৎসবে অংশগ্রহণ করছেন। গতবারের আসরের মতো এবারো দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছেন। অনুষ্ঠানটির টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে আছে মাছরাঙা টেলিভিশন।

এছাড়াও ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজে এবং এর নিজস্ব ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

এলএ/বিএ

আরও পড়ুন