ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ফোক ফেস্ট অনুষ্ঠানে অতিরিক্তি নিরাপত্তা

প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১০ নভেম্বর ২০১৬

রাজধানীর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো বসেছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট; আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৬’। এ উপলক্ষে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সরেজমিনে দেখা গেছে, নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে গোটা আর্মি স্টেডিয়াম।

প্রধান রাস্তা থেকে মূল অনুষ্ঠানে প্রবেশে রয়েছে কয়েক স্তরের দেহ তল্লাশির ব্যবস্থা। তারপর দু’টি প্রবেশপথ টপকে স্টেডিয়ামে ঢুকতে হয়।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয়েছে পুলিশ, আর্মি এবং স্কয়ার গ্রুপের নিরাপত্তাকর্মী এজিএস। অনুষ্ঠানটি আয়োজন করছে সান ইভেন্ট। তাদের পক্ষ থেকে রয়েছে শতাধিক স্বেচ্ছাসেবক।

তারা সার্বক্ষণিক নিরাপত্তা দেখাশুনা করছেন। ফোক ফেস্টে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘরে সে কারণে বসানো হয়েছে পুলিশ কনট্রোল রুম।

সেখান থেকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রিপন আহমেদ জানান, ‘আমরা সবসময় সচেষ্ট আছি যাতে কোনো ঝামেলা না হয়। তাছাড়া স্টেডিয়ামজুড়ে বসানো হয়েছে ১১৫টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। আশা করছি ভালোভাবেই আয়োজন শেষ হবে।’

তিনি বলেন, ‘সন্ধ্যা থেকে হাজারো মানুষ প্রবেশ করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

মিরপুর থেকে আগত তুহিন জানান, ‘এবারের নিরাপত্তা ব্যবস্থা গতবারের চেয়ে অনেক ভালো। নিশ্চিন্তে অনুষ্ঠান উপভোগ করছি।’

এনই/বিএ