ঢাকায় আসছেন মিলা কুনিস!
হলিউড অভিনেত্রী মিলা কুনিস আসছেন ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় এক প্রেস শো অনুষ্ঠিত হয়। ছোট পর্দায় দেখে তার রূপে মোহাবিষ্টরা এবার তাকে দেখার সুযোগ পাবেন বড় পর্দায়।
আজ স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ অন্যান্য প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘জুপিটার অ্যাসেন্ডিং’। ছবিতে জুপিটার জোন্সের ভূমিকায় দেখা যাবে মিলাকে, যিনি খুবই সম্ভাবনাময়ী একজন হওয়া সত্ত্বেও একটি নিম্নমানের চাকরি করছেন এবং তিনি নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট। একসময় কেইন নামের একজন সাবেক মিলিটারি হান্টারের সঙ্গে পরিচয় হওয়ার পর জুপিটার তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান। কেইন চরিত্রে অভিনয় করেছেন চ্যানিং টাটুম। ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ‘ম্যাট্রিক্স’ খ্যাত চিত্রনাট্যকার লানা এবং অ্যান্ডি ওয়াচোস্কি।
মিলা এবং চ্যানিং ছাড়া এতে আরও অভিনয় করেছেন শন বেন, এডি রেডমেইন, ডগলাস বুথ, জেমস ডি’ আরসিসহ আরও অনেকে। গত ৬ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি দর্শকমহলে সমাদৃত হয়। ১৭৬ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি এরই মধ্যে আয় করেছে প্রায় ৯২ মিলিয়ন মার্কিন ডলার।
এইচএন/এমএস