ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিপাশার ‘অচেনা প্রেম’

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

আইটেম গানে অভিনয় করে ইতিমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন ছোট পর্দা থেকে বাংলা চলচ্চিত্রে নাম লেখানো অভিনেত্রী বিপাশা কবির। এবার ‘অচেনা প্রেম’ নামে নতুন একটি চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সম্প্রতি সালমান জসিমের পরিচালনায় অচেনা প্রেম শিরোনামে নতুন একটি ছবিতে প্রধান নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আইটেম কন্যা বিপাশা কবির। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি। পদ্মা ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মিত হওয়ার কথা রয়েছে।

বিপাশা বলেন, `আশা করছি ছবিতে নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারবো`।

এ ছবিতে আলী রাজ, মিশা সওদাগরসহ আরও অনেকের সঙ্গে অভিনয়ের জন্য চুক্তি করার বিষয়ে কথা চলছে বলে জানা গেছ।  তবে সবকিছুই দেশের পরিস্থিতির উপর নির্ভর করছে।

উল্লেখ্য, এ চলচ্চিত্রটি বিপাশা কবিরের নায়িকা হিসেবে তৃতীয় সিনেমা। মূলত আইটেম গার্ল হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন বিপাশা কবির। এরপর পোড়ামন ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। গেল বছর জিরো থেকে টপ হিরো ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এদিকে সম্প্রতি সায়মন তারেকের পরিচালনায় ক্রাইম রোড ছবিতেও নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা কবির।

আরআই