ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সানি কোন তারকা নয় : মল্লিকা

প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বলিউডে আবেদনময়ী হিসেবে মল্লিকা যেমন আলোচিত ও সমালোচিত, তেমনি নগ্নতার জন্য সানিরও সমান পরিচিতি রয়েছে। তবুও ঠিক কি কারণে যেন সানি লিওনকে সহ্যই করতে পারছেন না মল্লিকা।

শুধু তাই নয়, সানিকে বড় তারকা তো দূরের কথা, তারকার পর্যায়ে ফেলতে নারাজ সেক্স সাইরেন খ্যাত এ অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ডার্টি পলিটিকস’ ছবি নিয়ে এক সাক্ষাৎকারে এমনই কথা বললেন মল্লিকা।

সব শিল্পীরই নিজস্বতা রয়েছে। বছরজুড়ে আমেরিকায় বসবাস আর আলোচনায় থাকতে একটি করে ছবিতে অভিনয় করার জন্য ভারতে আসা নিয়ে এমনই সমালোচিত মল্লিকা। সদ্য মুক্তি পাওয়া এই ছবিটি ছাড়া এখন আপাতত কোন ছবিই নেই তার হাতে। তাই মল্লিকা অন্যদের নিয়ে মন্তব্য করে নিজে আলোচনায় থাকার একটা ফন্দি এঁটেছেন বলেই ধারণা করছেন কেউ কেউ। অবশ্য অনেকের মতে, সানি লিওন এ সময়ে পাঁচ পাঁচটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আর তাই তার ক্যারিয়ারের এই সুসময় যেন সহ্য হচ্ছে না মল্লিকার।

এএইচ/আরআই