ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলছে ঢাকা ফোক ফেস্টের নিবন্ধন

প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০২ নভেম্বর ২০১৬

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আগামী ১০ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক লোকসংগীতের উৎসব ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট-২০১৬’। এবারে বসছে দ্বিতীয় আসর। তিন দিনব্যাপী এই উৎসব চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠানে প্রবেশে অনুমতিপত্রের জন্য নিবন্ধন কার্যক্রম। ফোক ফেস্ট আয়োজক কমিটি সূত্র জানিয়েছে, dhakainternationalfolkfest.com ওয়েবসাইটে লগইন করে যে কেউ নিবন্ধন করতে পারবে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের নম্বর বা স্কুল/কলেজের পরিচয়পত্রের প্রয়োজন হবে। নিবন্ধন শেষ হলে প্রবেশপত্রটি ইমেইলে পাঠানো হবে।

আরো জানা গেছে, এবারের উৎসবে নেওয়া হবে বাড়তি কড়া নিরাপত্তা ব্যবস্থা। তাই কেউ কোনো ধরনের ব্যাগ নিয়ে অনুষ্ঠানে ঢুকতে পারবে না। অনুষ্ঠান থেকে একবার বের হলে আর ভেতরে প্রবেশ করা যাবে না। অনূর্ধ্ব ১০ বছরের শিশু অনুষ্ঠানে ঢুকতে পারবে না। প্রত্যেককে নিজের সঙ্গে পরিচয়পত্র রাখার জন্য অনুরোধ করা হয়েছে। আর উৎসবে প্রবেশের সময় প্রবেশপত্র বা নিবন্ধনপত্রের সঙ্গে নিবন্ধন করার সময় যে পরিচয়পত্রের উল্লেখ করা হবে সেটির একটি অনুলিপি রাখতে হবে। প্রবেশপত্রের অনুলিপি গ্রহণ করা হবে না।

উৎসবে বাইরে থেকে খাবার ও পানীয় আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভেন্যুতে বিনামূল্যে বিশুদ্ধ পানি পাওয়া যাবে। এবারও উৎসবের আয়োজন করছে সান ইভেন্টস।

প্রসঙ্গত, উৎসবে এবার বাংলাদেশসহ সাতটি দেশের খ্যাতনামা শতাধিক লোকসংগীতশিল্পী অংশ নেবেন। উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

এলএ/এমএস

আরও পড়ুন