ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পিয়ারী হয়ে ফিরলেন মোহনা মীম

প্রকাশিত: ১০:০৮ এএম, ০১ নভেম্বর ২০১৬

চ্যানেল আই সেরা নাচিয়ে প্রথম পর্বের চ্যাম্পিয়ন ছিলেন মোহনা মীম। মূলত নাচের প্রতিযোগিতা থেকে শোবিজে পা রাখলেও অভিনেত্রী হিসেবেও তিনি পরিচিত। নাদের চৌধুরীর ‘লালচর’ ছবি দিয়ে চিত্রনায়িকা মীমেরও অভিষেক হয়েছে বড় পর্দায়।

তবে পড়াশোনার কারণে অনেকদিন শোবিজ থেকে দূরে ছিলেন। সম্প্রতি ফিরলেন ‘পিয়ারী’ নামের একটি টেলিছবিতে কাজ করে। লিমন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজাদ হাসান বাবলু। চ্যানেল আইয়ের জন্য নির্মিত টেলিছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোহনা মীম।

এর দৃশ্যধারণ শেষ হয়েছে গেল ৩০ অক্টোবর, রোববার ঢাকার অদূরে পূবাইলে। শুটিং শেষেই আজ মঙ্গলবার মীম রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। যাত্রাপথে মুঠোফোনে টেলিফিল্মটি নিয়ে কথা হলো তার সঙ্গে।

মীম বলেন, ‘প্রায় বছর খানেক পর আবার টেলিফিল্মে কাজ করলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, একটিবারও মনে হয়নি যে দীর্ঘদিন পর অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। খুব ভালো লেগেছে কাজটি করে। আরো ভালো লেগেছে প্রত্যাবর্তনেই চমৎকার একটি গল্পে কাজ করতে পেরেছি। টেলিফিল্মের নাম ভূমিকায় অভিনয় করাটা সবসময়ই আনন্দের। দর্শকরা এখানে হাস্যরসের আড়ালে পারিবারিক দায়বোধের নান্দনিক একটি বার্তা পাবেন।’

mim

টেলিফিল্মে মীমের বিপরীতে রয়েছেন শ্যামল মাওলা। এছাড়া আরো অভিনয় করেছেন সোহেল খান, শিরিন বকুল, নাহিয়ান, ইলোরা প্রমুখ। নির্মাতা বাবলু জানানেল, গল্পটা এক বৃদ্ধের অভিমান ও এক জোড়া ছেলে-মেয়ের বিয়ে নিয়ে আবর্তিত হবে।

আগামী শুক্রবার, (৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ‘পিয়ারী’ চ্যানেল আইতে প্রচারিত হবে।  

প্রসঙ্গত, মীম অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কনে দেখা আলো’, ‘ডোন্ট টাচ মি’, ‘ঘুম ঘুম খেলা’, ‘চোখ যেন পালকী’, ‘দিনগুলি’, ‘প্রতিযোগিতা’, ‘আনসার আলী টকার’ ইত্যাদি। বর্তমানে তিনি ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন।

এনই/এলএ/আরআইপি

আরও পড়ুন