ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভিটের সঙ্গী হলেন সাকিবের স্ত্রী শিশির

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ৩১ অক্টোবর ২০১৬

সাকিব আল হাসানের স্ত্রী উম্মে রোমান আহমেদ শিশির। প্রায় সময় তাকে দেখা যায় বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় যুক্ত হন তিনি। সেই ধারাবাহিকতায় এবার চুক্তিবদ্ধ হলেন বিশ্বখ্যাত হেয়ার রিমুভাল ব্র্যান্ড ভিটের চমকপ্রদ এক ডিজিটাল ক্যাম্পেইনের সঙ্গে।

ভিটের সৌজন্যে শুরু হতে যাচ্ছে এক নতুন ক্যাম্পেইন। ‘ভিট গার্লস অন দ্যা গো’ কন্টেস্ট এবং ‘ভিট চ্যানেল আই টপ মডেল’র অভাবনীয় সাফল্যের পর ভিট আবারো শুরু করতে যাচ্ছে এ ডিজিটাল ক্যাম্পেইন। ফ্যাশন ও বিউটি সম্পর্কিত এ ক্যাম্পেইনে ভিটের মুখপাত্র হিসেবে থাকছেন শিশির।

নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার জন্য এ নতুন প্রয়াসে থাকবে চমকপ্রদ কিছু বিষয়। যা জানতে হলে চোখ রাখতে হবে ভিট বাংলাদেশের ফেসবুক পেজে (www.facebook.com/veetbangladesh)।

সম্প্রতি এই ক্যাম্পেইনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয় রেকিট বেনকিজার বাংলাদেশ লি.-এর অফিসে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উম্মে রোমান আহমেদ শিশির, রেকিট বেনকিজার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বিশাল গুপ্তা, মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এলএ/আরআইপি

আরও পড়ুন