ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পানির মূল্য ১৫ কোটি!

প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

মানবসেবায় কিংবা চ্যারিটির ব্যাপারে সুনাম রয়েছে সালমান খানের। সম্প্রতি `বিয়িং হিউম্যান` নামের একটি চ্যারিটিতে সালমানের সরাসরি অংশগ্রহণ অনুপ্রাণিত করেছে সবাইকে। সেই সুনাম কাজে লাগিয়ে সম্প্রতি একটি বহুজাতিক প্রতিষ্ঠান সালমানের নামে মিনারেল ওয়াটার বাজারজাত করার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে সালমানের সঙ্গে কথা হয়েছে।

একটি কোমল পানীয়র সঙ্গে চুক্তি থাকায় আগামী এপ্রিল পর্যন্ত তিনি কোনো ধরনের পানীয় পণ্যের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন না। তাই এপ্রিলের শেষেই বাজারে আসবে সালমানের নামে রাখা এ মিনারেল ওয়াটার। এর জন্য সালমানকে বার্ষিক ১৫ কোটি রুপি দেওয়া হবে। শুধু তা-ই নয়, নিজের নাম ও ছবি ব্যবহারের সম্মতি প্রদানের জন্য তাঁকে এককালীন দেওয়া হচ্ছে আরো পাঁচ কোটি রুপি।

সালমান জানিয়েছেন, এ পণ্য থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ চ্যারিটি কাজে ব্যবহার করা হবে।

এইচএন/এমএস