ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বলিউড তারকাদের ভালোবাসার বার্তা

প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

ভালোবাসা দিবসে ভক্তদের হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাতে ভোলেননি বলিউড তারকারা। ভক্তদের উদ্দেশ্যে টুইটার জুড়ে ভালোবাসার বার্তা দিয়েছেন তারা-

প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন,  `আমাকে বলা হয়েছিল...ভালোবাসতে কোনো দিন লাগে না...ভালোবাসার মানুষকে সবসময়ই গতকালের থেকে বেশি ভালোবাসি...হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।`

আলিয়া ভাট লিখেছেন, `হ্যাপি ভ্যালেন্টাইনস ডে!!! @maybellineindia তে নিজের ভ্যালেন্টাইন`স ডে`র সেলফি পোস্ট করুন ও তাদের কভার ফটোতে আমার সঙ্গে থাকুন!`

মল্লিকা শেরওয়াত লিখেছেন, `কাউকে ভ্যালেন্টাইনস ডের উইশ করা যাবে নাকি আমি গ্রেফতার হয়ে যাবো!`

করণ জোহর লিখেছেন, `প্রিয় ভালোবাসা...তোমার হৃদয় অনেক বড় হোক ...#হ্যাপিভ্যালেন্টাইনসডে।`

প্রীতি জিনতা লিখেছেন, `টুইটারের সকল বন্ধুকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। শুধু বলতে চাই- হৃদয় ভরে উঠুক ভালোবাসায়।`

অর্জুন রামপাল লিখেছেন, `সবাইকে ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা। সবাইকে ভালোবাসো এবং ভালোবাসা ছড়িয়ে দাও। রয় ছবির সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ।`

সিদ্ধার্থ মলহোত্রা লিখেছেন, `ভ্যালেন্টাইন`স ডেতে উপহার আমার প্রথম রোম্যান্টিক থ্রিলার ছবি #EKVILLAIN`

এইচএন/এমএস