নায়কের অভাব!
পরবর্তী ছবির জন্য নায়ক খুঁজে পাচ্ছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। `কুইন` ছবির আকাশছোঁয়া সাফল্যের পর রিমা কাগতির পরবর্তী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। কিন্তু কে হবেন সেই ছবির নায়ক, তা নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন পরিচালক। কারণ, কঙ্গনার নারীপ্রধান ছবির জন্য তার বিপরীতে কোনো জনপ্রিয় নায়কই অভিনয় করতে সম্মত হচ্ছেন না।
মিডডের খবরে জানা গেছে, বলিউড অভিনেতা সাইফ আলী খান থেকে অর্জুন কাপুর- একে একে সবাই এই ছবি থেকে সরে যাচ্ছেন। প্রথমে কথা ছিল, সাইফ আলী খান এই ছবিতে অভিনয় করবেন। কিন্তু এর গল্প নারীপ্রধান হওয়ায় তিনি ছবিটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এরপর এই ছবির জন্য অর্জুন রামপাল ও অর্জুন কাপুরকে প্রস্তাব দেয়া হয়। একই কারণে তারাও প্রস্তাব ফিরিয়ে দেন।
এ প্রসঙ্গে কঙ্গনার মুখপাত্র বলেন, `কঙ্গনা নায়ক সঙ্কটে ভুগছেন। শক্তিশালী নারী চরিত্রের কারণে কঙ্গনার বিপরীতে কোনো নায়কই কাজ করতে সম্মত হচ্ছেন না। মূলত এ কারণেই রিমা কাগতির নতুন ছবিটির শুটিং আটকে আছে।`
এইচএন/আরআইপি