ইন্টারনেটে আয়নাবাজির কপি দেখলেই পুলিশকে জানানোর আহ্বান
কোনো ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে আয়নাবাজির পাইরেটেড কপি দেখলেই পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার সন্ধ্যায় ডিএমপির ফেসবুক পেজে এক পোস্টে দেশবাসীর কাছে এই আহ্বান জানানো হয়।
পোস্টে ডিএমপি জানায়, ‘আয়নাবাজি’ বাংলাদেশের অন্যতম সফল একটি চলচ্চিত্র। ইতোমধ্যে এ চলচ্চিত্র বেশ সফলতার সাথে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। কিন্তু কিছু অসাধু মানুষ এই সিনেমা কপি করে বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুকে Live দিয়ে যাচ্ছে, যা দেশের বিদ্যমান সাইবার আইন ও কপিরাইট আইনের পরিপন্থী।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ অভিযোগ পেয়েছে এবং রমনা থানায় সিনেমা কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে।
সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ইতোমধ্যে ফেসবুকে Live দেয়া কয়েকটি Profile শনাক্ত করেছে এবং যেসব Domain বা Website এ ওই সিনেমার কপি upload করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। ‘আয়নাবাজি’ চলচ্চিত্র নিয়ে উপরোক্ত বিষয়ে (Facebook Live/Website Upload) কারো কোনো তথ্য জানা থাকলে- [email protected] এই ইমেইলে জানানোর জন্য অনুরোধ করা হলো।’
এআর/এসএইচএস/এবিএস