ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বদলে যাওয়া নিষিদ্ধ প্রেমের গল্পে বিপাশা

প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৩ অক্টোবর ২০১৬

তরুণ নির্মাতা রুবেল আনুশ একসঙ্গে নতুন দু’টি খবর জানালেন। প্রথম খবরটি হচ্ছে, তার নির্মিতব্য ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘প্রেম কাহন’। আর দ্বিতীয় খবরটি হচ্ছে, ছবিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী বিপাশা কবির।  

রুবেল আনুশ বলেন, ‘ছবিটা দর্শকদের কাছে আরো উপভোগ্য করার জন্য বিপাশা কবিরকে নিয়েছি। আর নামটা পরিবর্তন করেছি সার্বিক দিক বিবেচনা করেই।’

তরুণ এই নির্মাতা আরো বলেন, ‘ছবির প্রধান চরিত্রে আছেন সিমলা ও মামুন। তবে গল্পটা যেহেতু অসম প্রেমের তাই, একটা ছেলের জীবনে কয়েকটি নারীর আনাগোনা ফুটিয়ে তোমার চেষ্টা করেছি। যে ছেলেটিকে ঘিরে ছবি, তার বয়োঃসন্ধিকালে সিমলার আগমন দেখা যাবে। আর শৈশবকালে ছেলেটি মাদ্রাসার ছাত্র থাকে। ওই শৈশবে ছেলেটির জীবনে আসে বিপাশা।’

এ প্রসঙ্গে বিপাশা কবির, ‘ছবিতে আমার চরিত্রটি একদমই আলাদা। এমন চরিত্রে কোনোসময় অভিনয় করিনি। এখানে দর্শকরা আমাকে পতিতার চরিত্রে দেখতে পাবেন। যে পয়সা রোজগার করে একটি মাদ্রাসার ছেলের বিভিন্ন সাহায্য করে থাকে।’

আগামী মাসের প্রথমদিন থেকেই এই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। ছবির শুটিং হবে রাজধানীর যাত্রাবাড়ীর একটি লোকেশনে। এরই মধ্যে ছবিতে একদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বিপাশা। তবে বর্তমানে তিনি অসুস্থ থাকায় ছবির শুটিং পেছানো হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বৈশাখে ছবিটি মুক্তি দেয়া হবে জানান নির্মাতা আনুশ।

এনই/এলএ/আরআইপি

আরও পড়ুন