সিঙ্গেল জ্যাকলিন!
প্রেম বিহীন জীবন নিয়ে খুব কষ্টে সময় অতিবাহিত করছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন। জ্যাকলিন জানান, আমি সিঙ্গাল। ভীষণভাবে সিঙ্গেল। এতোটাই সিঙ্গেল যে, প্রচণ্ড বিরক্ত লাগছে৷ একসময় ভাবতাম সিঙ্গেল থাকা খুব ভালো। কিন্তু এখন মনে হচ্ছে সেটা ঠিক নয়। কারণ একঘেয়েমির চরমে পৌঁছাচ্ছি।
বর্তমানে জ্যাকলিন তার অভিনীত রয় সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। জ্যাকলিনের নিজেকে সিঙ্গেল দাবি করা নিয়েও গুঞ্জন উঠেছে। বলিউড পাড়ায় অনেকেই বলাবলি করছেন জ্যাকলিন যতোই নিজেকে সিঙ্গেল বলুক না কেন, সালমান খানের সাথে তার যে প্রেম চলছে তা দিনের আলোর মতোই সত্য।
এমএস/এআরএস