ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সাধারণ সম্পর্কের অসাধারণ গল্পে জোভান-মেহজাবিন

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২২ অক্টোবর ২০১৬

হেমন্তের শুরুতেই রাজধানীর চিত্র কিছুটা আলাদা। শীতকে বরণ করতে প্রকৃতি সেজেছে ভিন্নরূপে। গরম-ঠান্ডা এমনই দোটানা আবহাওয়ায় প্রকৃতি যেন অসহায়! একদিকে আকাশে মেঘ উড়ে বেড়াচ্ছে। অন্যদিকে সেই মেঘ ঠেলে সরিয়ে উত্তাপ ঢালছে সূর্য।

মেঘ-রোদ্দুরের এই খেলায় চারদিকে ভ্যাপসা গরম। কয়েক কদম হাঁটলেই শরীর ঘেমে নেয়ে একদম কাকভেজা অবস্থা! হুটহাট গরম-ঠান্ডা সাময়িক শীতলতা দিয়ে গেলেও আবহাওয়াকে নিয়ন্ত্রণে নিতে পারছে না। এমনই দিনে আজ শনিবার (২২ অক্টেবর) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসসে আলোকচিত্রী মনজুরুল আলমসহ হাজির হলাম তরুণ নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নার শুটিং সেটে।

mehajabin

নতুন রিয়েল এস্টেট বিল্ডিংয়ের তিন তলায় চলছে নির্মাতা বান্নার ‘ব্যাক টু দ্যা পয়েন্ট’ নাটকের শুটিং। যেতেই চোখে পড়লো চারদিকে সুনসান নীরবতা। নির্মাতা বান্না আপন মনে শট নিচ্ছেন। ক্যামেরার সামনে আছেন লাক্সতারকা মেহজাবিন চৌধুরী। ক্যামেরার সামনে তিনি কিছুটা বিষন্ন মনে হাতে নেলপলিশ নিচ্ছেন। আর এদিক সেদিক তাকাচ্ছেন।

কিছুক্ষণ পর বান্নাহ বলে উঠলেন, ‘ওকে কাট!’ আর্টিস্ট এবার পরবর্তী দৃশ্যের জন্য কস্টিউম পরিবর্তন করবেন। শুরু হয়ে গেল ছুটোছুটি।

এর ফাঁকেই কথা হলো নির্মাতার সঙ্গে। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, নাটকের গল্পে দেখা যাবে জোভান ও মেহজাবিন শৈশব থেকেই খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছেন। তবে জোভান স্বভাবে কিছুটা চুপচাপ, সহজসরল। অন্যদিকে মেহজাবিন বেশ চালাক-চতুর।

বন্ধুত্ব থেকেই তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। কিন্তু কেউ কখনো মুখে প্রকাশ করে না। একটা সময় জোভান সিদ্ধান্ত নেন, সে মেহজাবিনকে বিয়ে করবেন। সবকিছুই ঠিক ছিল, কিন্তু কোনো এক কারণে মেহজাবিন বেঁকে বসেন। কী সেই কারণ, জানতে হলে নাটক দেখতে হবে বলে মুচকি হাসলেন নির্মাতা বান্নাহ।

mehajabin

তিনি বলেন, ‘পুরো গল্পটাই জোভান-মেহজাবিনকে কেন্দ্র করে। তাদের মধ্যে যেমন বন্ধুত্ব, তেমনই রোমান্স! চেষ্টা করছি যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করতে, যাতে দর্শকদের ভালো লাগে।’

নির্মাতাকে ব্যস্ততায় রেখে পাশের রুমে উঁকি দিতেই দেখা মিললো জোভানের। তিনি আপন মনে কানে হেডফোন দিয়ে গান শুনছেন। তারপর যথারীতি কুশলবিনিময়। জানতে চাওয়া হলো নাটকটি প্রসঙ্গে। আরাম ছেড়ে উঠে তিনি বললেন, ‘অনেক চমৎকার একটি গল্পের নাটক এটি। এখানে আমার বিপরীতে আছে মেহজাবিন। তার সঙ্গে স্ক্রিনের বাইরেও আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবার নাটকেও আমরা দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছি। খুব এনজয় করছি কাজটি। হাসিঠাট্টার মাঝেও আমরা কাজের ক্ষেত্রে প্রফেশনাল।’

এরই মধ্যে কথা হলো মেহজাবিনের সঙ্গে। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘অনেক সুইট একটা গল্পের নাটক ‘ব্যাক টু দ্যা পয়েন্ট।’ গল্পটা পছন্দ হওয়ায় কাজটি করছি। আমাদের চিরচেনা একটা সাধারণ গল্প নাটকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। ভালো লাগবে দর্শকদের।’

mehajabin

‘ব্যাক টু দ্যা পয়েন্ট’ নাটকটি রচনা করেছেন রাজিউল হোদা দীপ্ত। ঈগল এন্টারটেইনমেন্ট এবং জেএ প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত নাটকটির ইউটিউব পার্টনার এইচটিএম রেকর্ডস।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

এনই/এলএ/আরআইপি

আরও পড়ুন