ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সুবর্ণা মুস্তাফার আবৃত্তিতে জীবনানন্দের কবিতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২২ অক্টোবর ২০১৬

বাংলার প্রকৃতির কবি বলে খ্যাত জীবনানন্দ দাশের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ২২ অক্টোবর তিনি পরলোক গমন করেন। কবির প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আয়োজন করা হয়েছে ‘আবার আসিব ফিরে’।

এই অনুষ্ঠানে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের লেখা ‘কুড়ি বছর পরে’ কবিতাটি আবৃত্তি করবেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তার সঙ্গে আরো আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লায়লা আফরোজ, তাহসিন রেজাসহ কয়েকজন আবৃত্তিকার।

জানা গেছে, অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ শনিবার (২২ অক্টোবর) রাত ১০টার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন।

আবৃত্তির পাশাপাশি অনুষ্ঠানে কবিকে নিয়ে থাকবে আলোচনা পর্ব। সেখানে অংশ নেবেন কবি রুবী রহমান, কামাল চৌধুরী, ফয়জুল লতিফ চৌধুরী, সাজ্জাদ শরিফ, শাহাদুজ্জামান, শামীম রেজা প্রমুখ।

পাশাপাশি কবির দুটি কবিতা থেকে গান গেয়ে শোনাবেন সাদি মহম্মদ ও তিমির নন্দী। অনুষ্ঠানে ‘বনলতা সেন’ কবিতার চিত্রায়ণ ও ‘আমি যদি হতাম’ কবিতার নৃত্যরূপ পরিবেশিত হবে। সেই সঙ্গে থাকছে দুটি দুর্লভ তথ্যচিত্র।

এলএ/এবিএস

আরও পড়ুন