ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পিছিয়ে গেল ফেরদৌসের শ্যাওলা ছবির শুটিং

প্রকাশিত: ১১:৩৬ এএম, ২০ অক্টোবর ২০১৬

‘হঠাৎ বৃষ্টি’, ‘খায়রুন সুন্দরী’, ‘প্রেমের জ্বালা’, ‘এই মন চায় যে’ ইত্যাদি ব্যবসা সফল আর জনপ্রিয় ছবির নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকাই চলচ্চিত্রে প্রায় দুই দশকে অনেক উত্থান-পতনের সাক্ষী তিনি। সম্প্রতি এই নায়ক চুক্তিবদ্ধ হয়েছেন যুগল নির্মাতা ছাইব বাপ্পী এবং এহসান চৌধুরী পরিচালিত ‘শ্যাওলা’ নামের ছবিতে। কথা ছিলো ছবিটির নির্মাণ কাজ চলতি অক্টোবরেই শুরু হবে।

কিন্তু ফেরদৌস জানালেন, চিত্রনাট্যের ঝামেলা হওয়ায় ছবিটির শুটিং পিছিয়ে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) তিনি জাগো নিউজকে বলেন, ‘যে চিত্রনাট্য নিয়ে ছবিটি শুরু হবার কথা ছিলো সেটিতে কিছু ঝামেলা তৈরি হয়েছে। তাই আপাতত পরিচালকদ্বয় শুটিং পিছিয়ে নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শ্যাওলা একটি চমৎকার গল্পের ছবি। কিন্তু এর চিত্রনাট্যে কিছু পরিবর্তন আসছে। এই ঝামেলা চুকিয়ে শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন পরিচালকরা।’

এই ছবিতে ফেরদৌসের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় মুখ পায়েল মুখার্জিকে। ছবিটিতে সমাজে একজন নারী যে কত প্রতিকূল পরিস্থিতির শিকার হন সেটি ফুটে উঠবে। একই সঙ্গে পুরুষশাসিত সমাজে কুসংস্কারের ভয়াবহতা ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হবে বলে জানান ফেরদৌস।

এদিকে ফেরদৌস জানালেন নতুন খবর। দু-একদিনের মধ্যেই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ছবির বিষয়ে বিস্তারিত জানানো হবে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন একজন নতুন নির্মাতা। এখানে দর্শকদের জন্য অনেক চমক থাকবে বলে আশ্বাস দিলেন ফেরদৌস।

আলাপচারিতায় ফেরদৌস প্রশংসা করলেন অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত ছবি ‘আয়নাবাজি’র। তিনি বলেন, ‘নানা ব্যস্ততায় ছবিটি আমি এখনো দেখতে পারিনি। তবে অবসর হলেই দেখবো। সবার মুখে ছবিটির প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। যারা বলেন ভালো ছবিগুলো চলে না তারা যে কতো বড় ভুল কথা বলেন সেটি প্রমাণ হলো। এর আগেও অবশ্য অনেকবার প্রমাণ হয়েছে। এই সাফল্য ধরে রাখতে হবে। ভালো ছবি নির্মাণের এই ধারাবাহিকতাও বজায় থাকুক- এটাই প্রত্যাশা।’

এলএ/এবিএস

আরও পড়ুন