‘গুজব নয় চলচ্চিত্র নিয়ে ভাবছি’
ঢাকাই সুপারস্টার শাকিব খানের বিপরীতে গত ঈদে ‘বসগিরি’ এবং ‘শুটার’ ছবি দু’টির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় চিত্রনায়িকা শবনম বুবলীর। এরপর রাতারাতি বুবলী পরিণত হন তারকায়। কিন্তু বুবলীর এই রাজকীয় অভিষেক একটি মহলের কাছে বিষফোঁড়ার মত মনে হয়!
সে কারণে বুবলীর নামে গুজব ছড়াতে শুরু করে মহলটি। গুজবে বলা হচ্ছে- বুবলী বিবাহিত, তার স্বামী-সন্তান-সংসার আছে! এছাড়া এই মিথ্যাচার নিয়ে বেশ কিছু গণমাধ্যম সত্যতা যাচাই না করে খবরও প্রকাশ করে। তবে এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও এবার মুখ খুলেছেন বুবলী।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুবলী। সেখানে এই নায়িকা স্পষ্ট করেই জানান, ‘তিনি বিয়ে করেননি।’
এছাড়া ক্ষোভ ঝেড়ে তিনি লেখেন, ‘আমি প্রেম করিনি, আমার বাচ্চা নেই, শাশুড়ি হইনি, নানি হইনি। বর্তমানে প্রেম করছি না, বিয়ে নিয়ে ভাবছি না। এখন আমি শুধুই আমার চলচ্চিত্র নিয়ে ভাবছি, কীভাবে দর্শকদের আরো কিছু মানসম্পন্ন কাজ উপহার দেয়া যায়। আর ভবিষ্যতে প্রেম করলে, বিয়ে করলে আপনাদের সবার আগে জানাবো।’
এ ব্যাপারে জাগো নিউজকে বুবলী বলেন, ‘এখন আমি নায়িকা হয়ে গেছি। আমার ভাবনায় শুধুই কাজ আর কাজ। আগে একটা পেশায় ছিলাম, এখন অন্য আরেকটা পেশায় এসেছি। দু’টোর পরিবেশ একেবারেই আলাদা।’
তিনি বলেন, ‘আমার প্রথম দু’টি ছবি ব্যবসা সফল হওয়ার পর মনে হচ্ছে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। সুস্থ পরিবেশ পেলে, সুন্দর গল্প ও নির্মাণের নিশ্চয়তা পেলে আমি এই পেশায় নিয়মিত কাজ করতে চাই। আরো ভালো কাজ উপহার দিতে চাই।’
আলাপে বুবলী বলেন, ‘যারা আমার নামে গুজব রটাচ্ছেন এবং এর পিছনে যারা ইন্ধন জোগাচ্ছেন তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গুজব নয় চলচ্চিত্র নিয়ে ভাবছি।’
তিনি মনে করেন, যদি চলচ্চিত্রাঙ্গনে সুস্থ পরিবেশ পাওয়া যায় তবে অবশ্যই মেধাবী, শিক্ষিত, রুচিশীল ছেলেমেয়েরা কাজ করতে আগ্রহী হবে। এতে আমাদের এই অঙ্গনটা আরো সমৃদ্ধ হবে। আর নতুনরা আসলে সবার উচিত তাদের সহযোগিতা করা। আশা করছি আগামীতে সবাই বিষয়টি মাথায় রাখবেন।
প্রসঙ্গত, সংবাদপাঠিকা থেকে রূপালি পর্দার নায়িকা হয়ে সবাইকে চমকে দেন শবনম বুবলী। তারপর তিনি অভিনয় করেন ‘বসগিরি’ এবং ‘শুটার’ নামের দু’টি সুপারহিট ব্যবসাসফল ছবিতে। গেল সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছেন কামাল কায়সার পরিচালিত ‘মা’ ছবিতে। সেখানে তার নায়ক শাকিব। শিগিগির ছবিটির নির্মাণ কাজ শুরু হবে।
এনই/আরআইপি