ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বৃহত্তম নারী চলচ্চিত্র উৎসবে আন্ডার কনস্ট্রাকশন

প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৭ অক্টোবর ২০১৬

বিশ্বের বৃহত্তম নারী চলচ্চিত্র উৎসবটি হলো তাইচাংয়ের ‘ওম্যান মেক ওয়েবস ফিল্ম ফেস্টিভ্যাল’। এটি তাইওয়ানের তাইপে এবং তাইচাং নামের দুটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হয়।

গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে তাইপের উৎসব। আর আগামী ২০ শে অক্টোবর উদ্বোধন হবে তাইচাংয়ের। এবারে উৎসবের ২৩তম আসর বসছে।

জানা গেছে, তাইচাংয়ের ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে বাংলাদেশি তরুণ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’র প্রদর্শনীর মধ্য দিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

ছবিটি প্রসঙ্গে রুবাইয়াত হোসেন বলেন, এ দেশের নারীরা নিজেদের প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার ও নির্মাণ করেছে। তাদের মধ্যে জীবনযাত্রাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এটা চলমান প্রক্রিয়া। গল্পটা রাজধানীকেন্দ্রিক। শহরটাকে বরাবরই নির্মাণাধীন মনে হয়। তাই ছবির নাম ‘আন্ডার কনস্ট্রাকসন’।

ছবিটিতে রক্তকরবীর দুটি গান রয়েছে। একটি ‘তোমায় গান শোনাবো’, অন্যটি ‘পৌষ তোদের ডাক দিয়েছে’। সংগীত পরিচালনা এবং আবহসংগীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং কণ্ঠ দিয়েছেন শাহানা বাজপেয়ী।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহানা গোস্বামী, শাহাদাত হোসেন, রিকিতা নন্দিনী শিমু, রাহুল বোস, মিতা রাহমান, তৌফিকুল ইসলাম ইমন, নওশাবা প্রমুখ।

ইতিমধ্যে নিউইয়র্কে এশিয়ান আমেরিকান ফিল্ম ফেস্টভ্যালে ‘আন্ডার কনস্ট্রাকশন’র জন্য সেরা উদীয়মান পরিচালকের পুরস্কার পেয়েছেন রুবাইয়াত হোসেন। এছাড়াও স্পেনের আইসল্যান্টিলায় সিনেফোরাম ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্র পুরস্কার, কলম্বিয়ার ফুসাগাসুগা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্র পুরস্কার এবং চিলিতে ইন্টারন্যাশনাল দে সিনে রেঙ্গো ফেস্টিভ্যালে ১ মিলিয়ন চিলির মুদ্রায় নগদ পুরস্কার পায় ‘আন্ডার কনস্ট্রাকশন’।

এছড়া আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে ‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্রটি। উৎসবে এই বছরের জুরি সদস্যদের মধ্যে থাকবেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।  ফ্রান্সের এই উৎসবে প্রতি বছর দক্ষিণ এশিয়ার একটি দেশকে ফোকাস করা হয়। আর এ বছর তারা বেছে নিয়েছে বাংলদেশকে।

এ বছর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্র। যেখানে প্রদর্শিত হবে তারেক মাসুদের ‘মাটির ময়না’, রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ এবং আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’।

শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়; উৎসবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে  নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর এবং রুবাইয়াত হোসেনকে।

এলএ/এমএস

আরও পড়ুন